বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: আয় আয় যুবতী তন্বী
নাটক: ‘হরপার্বতী’
আয় আয় যুবতী তন্বী।
জ্বালো জ্বালো লালসার বহ্নি॥
হান হান হান নয়ন-বাণ
তনুর পেয়ালা ভরি মদিরা আন॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দে (১৯৩২ খ্রিষ্টাব্দ)
হরপার্বতী, শচীন সেনগুপ্তের রচিত নাটকের গ্রন্থের প্রকাশিত
হয়েছিল। এই গ্রন্থে এই গানটি অন্তর্ভুক্ত হয়েছিল। গ্রন্থটির প্রকাশকাল ১৩৩৯ বঙ্গাব্দ
উল্লেখ থাকলেও মাসের নাম উল্লেখ নেই। আবার পশ্চিমবঙ্গ পাবলিক লাইব্রেরির
তালিকায় গ্রন্থভুক্তির সময় উল্লেখ আছে ১৯৩২ খ্রিষ্টাব্দ। এই বিচারে
প্রকাশকালের সময় ধরা যেতে পারে- বৈশাখ- চৈত্র ১৩৩৯ (এপ্রিল- ডিসেম্বর১৯৩২)।
এই
সময় নজরুলের বয়স ছিল ৩২ বৎসর।
- মঞ্চনাটক:
হরপার্বতী। (শচীন সেনগুপ্তের রচিত নাটক)। মঞ্চস্থ (প্রথম):
মিনার্ভা থিয়েটার।
কলকাতা। ২৪ আগষ্ট ১৯৪০ (শনিবার ৮ ভাদ্র
১৩৪৭)।
- বেতার:
হরপার্বতী। (শচীন সেনগুপ্তের রচিত নাটক)।
কলকাতা বেতার কেন্দ্র। শুক্রবার, ৮ নভেম্বর ১৯৪১। ২২ কার্তিক ১৩৪৭। সান্ধ্য
অনুষ্ঠান। ৬.৪০-৮.৩৯।
- সূত্র: বেতার জগৎ। বেতার জগৎ-এর ১১ বর্ষ ২১ সংখ্যা। পৃষ্ঠা: ১১২৩
ও ১১৬০
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১১২৮। পৃষ্ঠা:
৩৪৪]
-
হরপার্বতী। শচীন সেনগুপ্তের রচিত নাটক
[গুরুদাস চট্টোপাধ্যায়। এন্ড সন্স। ১৩৩৯ বঙ্গাব্দ। দ্বিতীয়
অঙ্ক, তৃতীয় দৃশ্য। অসুর যুবকের গীত। পৃষ্ঠা: ৫২।