বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
আমি রচিয়াছি নব ব্রজধাম হে মুরারি
তাল
: কাহার্বা ।
আমি
রচিয়াছি নব ব্রজধাম হে মুরারি
সেথা
করিবে লীলা এসো গোলক-বিহারী॥
মোর
কামনার কালীদহ করি মন্থন
কালীয় নাগে হরি করিও দমন
আছে
গিরি-গোবর্ধন মোর অপরাধ
যদি
সাধ যায় সেই গিরি ধ'রো গিরিধারী॥
আছে
ষড় রিপু কংসের অনুচর দল
আছে
অবিদ্যা পুতনা শোক্ দাবানল
আছে
শত জনমের সাধ আশা-ধেনুগন
আছে
অসহায় রোদনের যমুনা-বারি।
আছে
জটিলতা কুটিলতা প্রেমের বাধা
হরি
সব আছে, নাই শুধু আনন্দ-রাধা
তুমি
আসিলে হরি ব্রজে রাজেশ্বরী
আসিবেন
হাদিনী রূপে রাধা প্যারী॥
-
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। বুলবুল
পত্রিকার ১৩৪০ বঙ্গাব্দের
পৌষ ( ডিসেম্বর ১৯৩৩-
জানুয়ারি ১৯৩৪) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর
৬ মাস।
-
পত্রিকা: বুলবুল। পৌষ ১৩৪০ (ডিসেম্বর
১৯৩৩- জানুয়ারি ১৯৩৪)
-
রেকর্ড:
সেনোলা। সেপ্টেম্বর ১৯৪০ (ভাদ্র -আশ্বিন ১৩৪৭)। কিউএস ৪৮৬।
শিল্পী: দিলীপকুমার রায় (রজনীকান্ত সেনের দৌহিত্র)। সুরকার: নজরুল ইসলাম।
-
গ্রন্থ:
- নজরুল-রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ একাদশ খণ্ড [বাংলা
একাডেমী ঢাকা। ১১ জ্যৈষ্ঠ ১৪১৭, ২৫শে মে ২০১০] অগ্রন্থিত গান ১৯। পৃষ্ঠা: ২২৪
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১১৮]
- নজরুল-সঙ্গীত স্বরলিপি
ঊনপঞ্চাশতম খণ্ড । স্বরলিপিকার: ইদ্রিস আলী। কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪২৬।
নভেম্বর ২০১৯। পৃষ্ঠা: ৫৯-৬১
[নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি: ইদ্রিস আলী।
১৯৪০ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি
থেকে প্রকাশিত গানের [শিল্পী: দিলীপকুমার রায়] সুরানুসারে স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি
ঊনপঞ্চাশতম খণ্ডে
অন্তর্ভুক্ত হয়েছে। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, বৈষ্ণব,
প্রার্থনা)
- সুরাঙ্গ:
বাউলাঙ্গ
-
তাল:
কাহারবা
- গ্রহস্বর: গ