বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: এসো বঁধু ফিরে এসো, ভোলো ভোলো অভিমান 
এসো বঁধু ফিরে এসো, ভোলো ভোলো অভিমান।
দিব ও-চরণে ডারি' মোর তনু মন প্রাণ॥
            জানি আমি অপরাধী
            তাই দিবানিশি কাঁদি',
নিমেষের অপরাধের কবে হবে অবসান॥
            ফিরে গেলে দ্বারে আসি'
            বাসি কিনা ভালোবাসি,
কাঁদে আজ তব দাসী ─ তুমি তার হৃদে ধ্যান॥
            সে-দিন বালিকা-বধূ
            শরমে মরম-মধু,
পি'য়াতে পারিনি বঁধু ─ আজ এসে কর পান॥
            ফিরিয়া আসিয়া হেথা
            দিও দুখ দিও ব্যথা,
সহে না এ নীরবতা ─ হে দেবতা পাষাণ॥