বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কেহ বলে তুমি রূপ সুন্দর, কেহ বলে তুমি জ্যোতি
কেহ বলে তুমি রূপ সুন্দর, কেহ বলে তুমি জ্যোতি!
আমি জানি প্রভু তুমি যে আমার চির-জনমের পতি॥
কেহ বলে তুমি চিরদিন দূরে রহ
কেহ বলে, আছে অন্তরে অহরহ,
যার যাহা সাধ ডাকে সেই নামে (প্রভু) তোমার নাহিক ক্ষতি॥
অন্ধ দেখে না
চন্দ্র-সূর্য তবু জানে আলো আছে,
(আমি) দেখিনি, তবুও তোমার প্রকাশ সহজ-আমার কাছে।
রূপ কি অরূপ কাহারেও নাহি দুষি,
নাই দেখি ফুল সুরভি পেয়েই খুশি,
(আমি) অঞ্জলি ভরি' অমৃত চাই, পাত্রে নাহিক মতি
॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় না।
১৯৪০
খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৪৬) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি প্রথম গানটির একটি রেকর্ড প্রকাশ করে।
এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৯ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১২২৩ তাল:
কাহারবা। পৃষ্ঠা ৩৭২]
- নজরুল-সঙ্গীত স্বরলিপি
ঊনপঞ্চাশতম খণ্ড। স্বরলিপিকার: ইদ্রিস আলী। কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪২৬।
নভেম্বর ২০১৯। পৃষ্ঠা: ৯০-৯২
[নমুনা]
রেকর্ড: এইচএমভি মার্চ ১৯৪০ (ফাল্গুন-চৈত্র ১৩৪৬)] এন ১৭৪৩৩। শিল্পী: মৃণালকান্তি ঘোষ।
সুরকার: নজরুল ইসলাম
স্বরলিপিকার ও স্বরলিপি:
-
ইদ্রিস আলী। ১৯৪০ খ্রিষ্টাব্দের মার্চ মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [শিল্পী: মৃণালকান্তি ঘোষ] স্বরলিপি অনুসারে, স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপ
ঊনপঞ্চাশতম খণ্ডে
অন্তর্ভুক্ত হয়েছে।
[নমুনা]
পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (সাধারণ, বন্দনা)
- সুরাঙ্গ: ভজন