বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: চঞ্চল মলয় হাওয়া শোন শোন মিনতি
চঞ্চল মলয় হাওয়া শোন শোন মিনতি।
গুণ্ঠন খুলো না মোর, আমি নব যুবতী
॥
অঙ্গে জাগেনি যার আজিও অনঙ্গ
অসময়ে কেন তার কর রস ভঙ্গ,
লুকায় মুকুল হের পাতার আঁচলে
ভোমরার ভয়ে ভীরু বন-মালতী॥
- ভাবার্থ: এই গানে কবি বনমালতীকে নবযৌবনা নায়িকার রূপকতায়, তার প্রথম
প্রণয়ের প্রগাঢ় এবং আড়ষ্ঠ অনুভবকে উপস্থাপন করেছেন। তাই প্রকৃতি পর্যায়ের এই গানটি
হয়ে উঠেছে শৃঙ্গাররসের গান। এই গানের মধ্য দিয়ে কবি নবযৌবনা কুমারির মনোদর্শনকে
উপস্থাপন করেছেন।
নবযৌবনা বন-মালতী চঞ্চল-বাতাসের কছে এই আবেদেন রেখেছে- যেন তার চাঞ্চলে তার (বনমালতীর)
অবগুণ্ঠন খুলে না যায়, অর্থাৎ তার দলমণ্ডল যেন বিকশিত না হয়। কারণ, এখনো তার অঙ্গে
জেগে উঠেনি অনঙ্গ (কাম)। তাই চঞ্চল-বাতাসের কাছে তার অনুরোধ- যেন সে অসময়ে তার
অবগুণ্ঠন মোচন করে নবযৌবনের অনুভবের রসভঙ্গ না করে। ভোমরার (প্রলুব্ধ প্রেমিক) ভয়ে
বনমালতী নিজকে লুকিয়ে রাখে পাতার আঁচলের আড়ালে। যেন নবযৌবনা বন-মালতীর যৌবনরসের
অনুভবকে লাঞ্ছিত না করে, লুব্ধ ভ্রমর।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল
সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৩রা মার্চ (রবিবার ১৯ ফাল্গুন ১৩৪৬), মণিলাল বন্দ্যোপাধ্যায়ের রচিত 'অন্নপূর্ণা' নামক নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে এই গানটি প্রথম ব্যবহৃত হয়েছিল। ধারণা করা হয়, নজরুল এই নাটকের জন্যই রচনা করেছিলেন। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর
৯ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১২৮১। নাটক: 'অন্নপূর্ণা'। পৃষ্ঠা:
৩৮৮। ]
- মঞ্চ
-
অন্নপূর্ণা। মণিললাল বন্দ্যোপাধ্যায় রচিত নাটক।
মিনার্ভা থিয়েটার, কলকাতা।
[৩ মার্চ (রবিবার ১৯ ফাল্গুন ১৩৪৬)। চরিত্র: রতি (সুনৃত্য
গান)। শিল্পী: উমা মুখার্জী]।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি ও প্রেম