অন্নপূর্ণা
মণিলাল বন্দ্যোপাধ্যায়ের রচিত একটি নাটক।

১৯৪০ খ্রিষ্টাব্দের ৩ মার্চ (রবিবার ১৯ ফাল্গুন ১৩৪৬) কলকাতার মিনার্ভা থিয়েটার রঙ্গমঞ্চে মণিলাল বন্দ্যোপাধ্যায়ের রচিত 'অন্নপূর্ণা' নাটক মঞ্চস্থ হয়। কাজী নজরুল ইসলাম এই নাটকের সঙ্গীত পরিচালক ছিলেন। এই নাটকে মোট ১৭টি গান ব্যবহৃত হয়েছিল। এর ভিতরে ১৪টি গান ছিল নজরুলের রচিত। এই গানগুলো হলো-
  1. অশিব শক্তি হতে হে শঙ্কর [তথ্য]
  2. আমি বুকের ভিতর থাকি [তথ্য]
  3. ওঁ শঙ্কর হর হর শিব সুন্দর [তথ্য]
  4. চঞ্চল মলয় হাওয়া শোন শোন [তথ্য]
  5. চিরদিন পূজা নিয়েছ দেবতা [তথ্য]
  6. জয় উমানাথ শিব মহেশ্বর [তথ্য]
  7. জয় মুক্তিদাত্রী কাশী বারানসী [তথ্য]
  8. বিশ্বে কামনার আগুন লাগাব [তথ্য]
  9. মহাদেবী উমারে আজি সাজাবো [তথ্য]
  10. যত ফুল তত ভুল কণ্টক জাগে [তথ্য]
  11. শোনো ডাকে রে ঐ ডাকে মোরে [তথ্য]
  12. সিদ্ধিদাতা, সিদ্ধিদাতা,সিদ্ধিদাতা [তথ্য]
  13. হে তরুণ,কেন এই অকরুণ খেলা [তথ্য]
  14. হে দেব অতিথি! [তথ্য]