বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:শোনো, ডাকে ঐ ডাকে মোরে ডাকে
শোনো, ডাকে ঐ ডাকে মোরে ডাকে।
কাতর ক্ষুধাতুর জনগণ বিশ্বের বিধাতাকে, ঐ ডাকে।
ওরা আসন আমার টলালেঅ
মোর পূর্ণ রসে ভুলালো – আসন আমার টলালো।
ওরা ডাকলে আমি থাকতে নারি (ওরা আমার চরণে নিলে)
আমি যে হরি – আমিও হারি;
ওদের কাঁদন নিবিড় বাঁধন, মন্দিরে বেঁধে রাখে।
মোরে মন্দিরে বেঁধে রাখে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল
সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৩রা মার্চ (রবিবার ১৯ ফাল্গুন ১৩৪৬), মণিলাল বন্দ্যোপাধ্যায়ের রচিত 'অন্নপূর্ণা' নামক নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে এই গানটি প্রথম ব্যবহৃত হয়েছিল। ধারণা করা হয়, নজরুল এই নাটকের জন্যই রচনা করেছিলেন। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর
৯ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০২১। পৃষ্ঠা:
৯২৪। ]
- মঞ্চ
-
অন্নপূর্ণা।
মণিললাল বন্দ্যোপাধ্যায় রচিত নাটক।
মিনার্ভা থিয়েটার, কলকাতা।
[৩ মার্চ (রবিবার ১৯ ফাল্গুন ১৩৪৬)। চরিত্র: কেশব।
শেফালিকা, পরে ইভারাণী দাসী]