বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: চিরদিন পূজা নিয়েছ দেবতা এবার মোদের পূজিতে হবে
চিরদিন পূজা নিয়েছ দেবতা এবার মোদের পূজিতে হবে।
বৃথাই কেঁদেছি বৃথাই সেধেছি সহেছি দুঃখ শোক নীরবে
            টলেনি পাষাণ বলনি কথা
            কাঁদিয়েছ চিরকাল নিঠুর দেবতা,
কাঁদিতে হবে আজ আমাদের ঘরে সে-পূজার ঋণ সুধিবে এ ভবে॥