বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: চিরদিন পূজা নিয়েছ দেবতা এবার মোদের পূজিতে হবে
চিরদিন পূজা নিয়েছ দেবতা এবার মোদের পূজিতে হবে।
বৃথাই কেঁদেছি বৃথাই সেধেছি সহেছি দুঃখ শোক নীরবে॥
টলেনি পাষাণ বলনি কথা
কাঁদিয়েছ চিরকাল নিঠুর দেবতা,
কাঁদিতে হবে আজ আমাদের ঘরে সে-পূজার ঋণ সুধিবে এ ভবে॥
- ভাবসন্ধান: মণিললাল বন্দ্যোপাধ্যায় রচিত
অন্নপূর্ণা নাটকে
এই নিবেদিত হয়েছে নর্তকীদের নৃত্যগীতে। তবে এই নিবেদন ভক্তির ভিন্নতর রূপ। যাপিত
জীবনের দুঃখ বেদনা নীরবে সহ্য করে ভক্ত দেবতাকে পূজা দিয়ে এসেছেন। কিন্তু ভক্তের
সে আত্ম নিবেদনে সাড়া দেন নি শিব (এই নাটকের বিচারে)। তাঁর কাছে মনে হয়েছে দেবতার
কাছে এত দিনে তিনি বৃথাই আত্মনিবেদন করেছেন। তাই ভক্ত দেবতার কাছে দুঃখ বেদনা
অভিমানে বলছেন, দেবতাকেই এবার ভক্তকে পূজা দিতে হবে।
পাষাণ দেবতা তাঁর পূজা নিয়েও এতদিন নিষ্ঠুরের মতো বিমুখ হয়ে ছিলেন। ভক্তের মতো
দেবতাকেও কাঁদতে হবে, যেমন করে ভক্তকে কাঁদিয়েছেন তিনি। যেন এর মধ্য দিয়ে দেবতা
তাঁর ভক্তের ঋণ পরিশোধ করতে পারেন।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল
সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৩রা মার্চ (রবিবার ১৯ ফাল্গুন ১৩৪৬),
মণিলাল বন্দ্যোপাধ্যায়ের রচিত 'অন্নপূর্ণা' নামক নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে এই গানটি প্রথম ব্যবহৃত হয়েছিল। ধারণা করা হয়,
নজরুল এই নাটকের জন্যই রচনা করেছিলেন। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর
৯ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১২৯৩। নাটক: 'অন্নপূর্ণা'। পৃষ্ঠা:
৩৯২। ]
- মঞ্চ
-
অন্নপূর্ণা। মণিললাল বন্দ্যোপাধ্যায় রচিত নাটক।
মিনার্ভা থিয়েটার, কলকাতা। [৩ মার্চ (রবিবার ১৯ ফাল্গুন ১৩৪৬)। চরিত্র:
নর্তকীগণের নৃত্যসহ গান।]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। শাক্ত। শিব।