বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কি দিয়ে পূজি ভগবান
রাগ: জৌনপুরী মিশ্র, তাল: আদ্ধা কাওয়ালি
কি দিয়ে পূজি ভগবান!
আমার ব'লে কিছু নাহি হরি সকলি তোমারি যে দান॥
মন্দিরে তুমি,
মূরতিতে তুমি
পূজার ফুলে
তুমি, স্তব-গীতে তুমি,
ভগবান দিয়ে ভগবান পূজা করিতে
─ তুমি যদি ভাব অপমান॥
কেমন তব রূপ
দেখিনি হরি
আপন মন দিয়ে
তোমারে গড়ি,
কাঁদ না হাস তুমি সে-রূপ হেরি
─ বুঝিতে পারি না আমি তাই কাঁদে প্রাণ॥
কোটি রবি-শশী
আরতি করে যারে,
প্রদীপ
জ্বালিয়া খুঁজি আমি তারে।
বনডালা যাঁর পূজার সম্ভার, যোগী মুনি করে যুগযুগ ধ্যান।
কোথা শ্রীমুখ তব কোথা শ্রীচরণ, চন্দন দিব কোন্খান॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি
(মাঘ-ফাল্গুন ১৩৩৯) মাসে গানটি প্রথম এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত
হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৮ মাস।]
- গ্রন্থ:
-
গীতি-শতদল
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। জৌনপুরী মিশ্র-আদ্ধা
কাওয়ালি]।
- জরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা
৬১। জৌনপুরী মিশ্র-আদ্ধা কাওয়ালি। পৃষ্ঠা
৩১৬-৩১৭]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১৩৭৭। রাগ: জৌনপুরী মিশ্র, তাল: আদ্ধা কাওয়ালি। পৃষ্ঠা:
৪১৭]
- রেকর্ড: এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৩৩ (মাঘ-ফাল্গুন ১৩৩৯)]। এন
৭০৭৯। শিল্পী: গোপাল
সেন]
-
স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত [সনাতন হিন্দু ধর্ম, সাধারণ]
- সুরাঙ্গ: খেয়ালাঙ্গ