বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
দোপাটি লো, লো করবী, সেই সুরভি রূপ আছে
রাগ: ভৈরবী। তাল: দাদ্রা
দোপাটি লো, লো করবী, সেই সুরভি রূপ আছে
রঙের পাগল রূপ-পিয়াসি সেই ভালো আমার কাছে॥
গন্ধ ফুলের
জল্সাতে তোর
গুণীর সভায়
নেইকো আদর
গুল্ম-বনে দুল্ হয়ে তুই, দুলিস্ একা ফুল গাছে॥
লাজুক মেয়ে পল্লী-বধূ জল নিতে যায় এক্লাটি
করবী নেয় কবরীতে বেণীর শেষে দোপাটি
গন্ধ ল'য়ে
স্নিগ্ধ মিঠে
আলো ক'রে
থাকিস্ ভিটে,
নেই সুবাস, আছে গায়ে কাঁটা, সেই গরবে মন নাচে॥
-
ভাবসন্ধান:
গানটির বিষয়াঙ্গ প্রকৃতি (মহাজাগতিক), ফুলের গান। এই গানের বিষয় দোপাটি ও করবী ফুল। দোপাটির রঙের বাহার এবং করবীর সৌরভের কবির কাছে অনন্য রূপে ধরা দিয়েছে। সৌন্দর্য পিয়াসি কবি এই দুটি ফুলের রঙ ও সৌরভ সৌন্দর্যেকে উপস্থাপন করেছেন এই গানে।
অন্তরাতে কবি দোপাটির সৌন্দর্যকে উপস্থাপন করেছেন। সুগন্ধী ফুল হিসেবে এর খ্যাতি নেই, তবে ফুলের সাজিতে এই ফুল শোভাবর্ধক হিসেবে ব্যবহৃত হয়। দোপাটি মূলত বিরুৎ জাতীয় উদ্ভিদ। কবি একে অবশ্য একে গুল্ম বলেছেন। এটি পুষ্পদণ্ডে একক ফুল হিসেবে ফোটে। তাই কবি একে গুলম্ম বনের দোদ্যল্যমান একক দুল হিসেবে আখ্যায়িত করেছেন।
সঞ্চারী ও আভোগীতে তিনি দোপাটি ও করবীর রূপ ও সৌরভের
সমন্বিত গুণকীর্তন ককরেছেন
পল্লীবধুর সৌন্দর্য বর্ধনের উপকরণ হিসেবে এই দুটি ফুলকে উপস্থাপন
করেছেন। পল্লীর লাজুক
বধূ যখন একা ঘাটে জল আনতে যায়, তখন সে খোঁপায় পরে করবী ফুল, আর বেণীর শেষ
প্রান্ত দোপাটি ফুল দিয়ে অলঙ্কৃত করে। কবি আশীর্বাদের মতো করে বলেন-
স্নিগ্ধ সৌরভ নিয়ে সে যেন বাস্তু ভিটেতে বিরাজ করে।
দোপাটির ফুলের সুবাস নেই
কিন্তু কাঁটা আছে। কবি বলেন এটাই যেন এই ফুলের গৌরব।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 'গুলবাগিচা'
গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩] গানটি
প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
-
গুলবাগিচা।
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩।
ভৈরবী-দাদরা। পৃষ্ঠা: ৫১]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা।
জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৪৫। ভৈরবী-দাদরা। পৃষ্ঠা ২৫১]
-
সুরলিপি। আগষ্ট
১৯৩৪ (শ্রাবণ ১৩৪১)। জগৎঘটক-কৃত স্বরলিপি গ্রন্থ। প্রকাশক: কাজী নজরুল
ইসলাম
- রেকর্ড:
মেগাফোন। জুন ১৯৩৩ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪০)। জেএনজি ৬১।
শিল্পী: সুপ্রসন্ন চক্রবর্তী ।]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি (জাগতিক, ফুল)
- সুরাঙ্গ:
ভৈরবী
- তাল:
দাদরা
- গ্রহস্বর: সা