বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: তাপসিনী গৌরী কাঁদে বেলা শেষে
	
		
	তাপসিনী গৌরী কাঁদে বেলা শেষে,
উপবাস-ক্ষীণ তবু যোগিনী বেশে॥
	বুকে চাপি' করতল বিল্বপত্র-দল,
কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে শিব-আবেশে॥
	অস্ত রবি তা'র সহস্র করে
চরণ ধ'রে বলে ফিরে যেতে ঘরে,
	'শিব দাও শিব দাও' ব'লে লুটায় ধূলি-তলে 
		─
কৈলাস-গিরি পানে চাহে অনিমেষে॥ 
	
	- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে 
		সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। নজরুলের সুস্থাবস্থায় কোনো গ্রন্থে 
	অন্তর্ভুক্ত হয় নি।
 
 
- গ্রন্থ: 
	
		- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৪৪০। পৃষ্ঠা: ৪৪৩]
		 
- 
	বেণুকা।  নজরুল ইন্সটিটিউট ঢাকা। আষাঢ়, ১৪১৩ বঙ্গাব্দ/ জুন, ২০০৬ খ্রিষ্টাব্দ।
		 [নমুনা]
		 
 
 
- স্বরলিপিকার ও স্বরলিপি:
	- জগৎ ঘটক। 
	বেণুকা।  নজরুল ইন্সটিটিউট ঢাকা। আষাঢ়, ১৪১৩ বঙ্গাব্দ/ জুন, ২০০৬ খ্রিষ্টাব্দ। 
	গান সংখ্যা ১৮। পৃষ্ঠা: ৪৪-৪৫ [নমুনা]
		 
 
 
- বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, শাক্ত, শিবপূজা]
- সুরাঙ্গ:
	খেয়ালাঙ্গ।
		
- গ্রহস্বর: প