বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মধুর নূপুর রুমুঝুমা বাজে
রাগ: শঙ্করা। তাল: ত্রিতাল
মধুর নূপুর রুমুঝুমা বাজে।
কে এলে মনোহর নটবর-সাজে॥
নিশীথের ফুল ঝরে রাঙা পায়ে
মাধবী রাতের চাঁদ এলে কি লুকায়ে,
‘পিয়া পিয়া’ ব’লে পাখিডাকে বন-মাঝে॥
- ভাবসন্ধান: এই গানে রূপকল্পের আশ্রয়ে উপস্থাপিত হয়েছে
বসন্তের মনোহর রূপ। খেয়ালাঙ্গের এই গানের দুটি তুকে ভাবের বিস্তার ঘটে নি। সুরের
অবলম্বন হিসেবে এই গানটিতে ভাবের পূর্ণতা পায় না।
প্রকৃতিতে মনোহর বসন্ত আসে যেন নটবর শিবের সাজে। তার নাচের ছন্দের প্রকৃতিতে
বসন্ত-নুপূর বাজে রুমুঝুমা ছন্দে। বসন্তের রাতের ফুলগুলো নটরাজবেশী বসন্তের পায়ে
অঞ্জলি দেয়। এমন মধু রাতে চাঁদও আসে যেন আবরিত হয়ে। আর এমন মধু রাতে বন মাঝে পাপিয়া
তার সঙ্গিনীকে ডাকে 'পিয়া পিয়া' সুর ছন্দে।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৮) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ১১ মাস।
- গ্রন্থ:
নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১৬৭৩ সংখ্যক গান। রাগ: শঙ্করা। তাল: ত্রিতাল। পৃষ্ঠা: ৫০০।
- রেকর্ড: এইচএমভি [মে ১৯৪১ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৮) এন. ২৭১৩১.। শিল্পী জ্ঞান গোস্বামী]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান মুর্শেদ
[নজরুল সঙ্গীত স্বরলিপি,
একচল্লিশতম খণ্ড, অগ্রহায়ণ ১৪২৪] গান সংখ্যা ১৮।
পৃষ্ঠা: ৮১-৮৬ [নমুনা]
- পর্যায়: