বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: লহ রাজ রাজ, আনিয়াছি মালা
নাটক : 'অর্জুন বিজয়'
লহ রাজ রাজ, আনিয়াছি মালা।
আনিয়াছি মালা, ভরি' তনু-ডালা॥
এনেছি ছলছল নয়ন-পাতে
প্রেম-সুধা-রস মালার সাথে,
অধরে অনুরাগ-রাঙা পিয়ালা॥
এনেছি প্রীতির মালতী-বকুল
রস টলমল রূপের মুকুল,
(যেন) বৃথা না যায় শুভলগ্ন নিরালা॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৭
ডিসেম্বর তারিখে (শনিবার ২১ অগ্রহায়ণ ১৩৪৭),
কলকাতার
মিনার্ভা থিয়েটারে
দেবেন্দ্রনাথ রাহা রচিত 'অর্জুন বিজয়'
নামক নাটকটি মঞ্চস্থ হয়। উক্ত নাটকে এই গানটি পরিবেশিত
হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বছর ৬ মাস।
- মঞ্চ:
অর্জুন-বিজয়
(নাটক)। নাট্যকার দেবেন্দ্র রাহা। পরিচালনা শরৎচন্দ্র
চট্টোপাধ্যায়। প্রথম মঞ্চস্থ-
মিনার্ভা থিয়েটার [৭ ডিসেম্বর ১৯৪০ (শনিবার,
২১ অগ্রহায়ণ ১৩৪৭)]।
শিল্পী: নর্তকীগণের সনৃত্য গান]
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ
১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১৭৩৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫১৬-৫১৭।
-