অর্জুন-বিজয়
বাংলা মঞ্চ নাটক
নাটকটির রচয়িতা ছিলেন দেবেন্দ্রনাথ রাহা।
১৯৪০ খ্রিষ্টাব্দের ৭ই ডিসেম্বর
(শনিবার, ২১ অগ্রহায়ণ ১৩৪৭),
কলকাতার
মিনার্ভা থিয়েটারের রঙ্গমঞ্চে নাটকটি প্রথম মঞ্চস্থ হয়। পরিচালনায় ছিলেন শরৎচন্দ্র
চট্টোপাধ্যায়। নাটকটির গীতিকার ও সুরকার ছিলেন- কাজী নজরুল ইসলাম।
ব্রহ্মমোহন ঠাকুর
তাঁর 'নজরুল সঙ্গীত নির্দেশিকা' গ্রন্থে বিমলভূষণের সূত্রে উল্লেখ করেছেন- নাটকটি
কলকাতা বেতার কেন্দ্র থেকে ঝুমুর গীতিচিত্র নামে প্রচারিত হয়েছিল। সম্প্রচারের সময়
সম্পর্কে উল্লেখ করেছেন 'অজ্ঞাত'।
এই নাটকে নজরুলের রচিত মোট ১১টি গান ছিল। গানগুলো হলো-
- যাক না নিশি গানে গানে (আজকে গানের বান এসেছে)
[তথ্য]
- আমি গো-রাখা রাখাল
[তথ্য]
- এত দিনে ধরা দিলে বনের পাখি
[তথ্য]
- এসো প্রিয়তম এসো প্রাণে
[তথ্য]
- ওরা মানুষের তরে মালা গাঁথে
[ তথ্য]
- ঝুম্ঝম্ ঝুমরা নাচ নেচে কে এলো গো
[তথ্য]
- বেণু বাজাই- বাজাই হৃদয় বনে
[তথ্য]
- যার তরিবার আশা নাই
[তথ্য]
- রিম্ ঝিম্ রিম ঝিম্ ঝিম্ ঘন দেয়া বরষে
[তথ্য]
- লহ রাজ রাজ, আনিয়াছি মালা
[তথ্য]
- হিল্মিল্ হিমেল হাওয়ায়
[তথ্য]