বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: হিল্‌মিল্‌ হিমেল হাওয়ায় ঝিল্‌মিল্‌ ঝিল্‌মিল্‌
 
নাটিকা : 'অর্জুন-বিজয়'
হিল্‌মিল্‌ হিমেল হাওয়ায় ঝিল্‌মিল্‌ ঝিল্‌মিল্‌ দোলে ভারত সাগর তরঙ্গ!
নিম্নে নিথর পাতা-পুরে কে বন্দী ঝুরে পীড়ন জর্জর অঙ্গ॥
রক্তে ঝরে কার অসহায় চক্ষে
পাষাণদীপ জাগে সাগর বক্ষে
নবোদিত অরুণের শতশত কিরণের অঙ্গে দংশে হায় কাল-ভুজঙ্গ।
পরিয়া রুদ্রসাজ মহেশ নটরাজ এসো এসো শোনাও অভয় মৃদঙ্গ॥