বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ওগো সুন্দর! তুমি আসিবে বলিয়া বনপথে পড়ে ঝরি'
নাটিকা: 'অর্জুন বিজয়', তাল: দ্রুত-দাদরা
ঝুম্ঝুম্ ঝুমরা নাচ নেচে কে এলো গো সই লো দেখে আয়।
বৈঁচি বনে বিরহে বাউরি বাতাস বহে এলোমেলো গো॥
আঁড়বাঁশি বাজায় আড়চোখে
তাকায়
তীর হানার ভঙ্গিতে ধনুক
বাঁকায়
নন্দন পাহাড়ে তাহারে দেখে চাঁদ আঁউরে গেল গো॥
মোরলা মাছ যেন খেলে বেড়ায় গো কালো জলে।
মৌটুসির মৌ ফেলে ভোমরা রয় তাকিয়ে
গুরুজনের মত বটের তরু দাঁড়িয়ে জট পাকিয়ে
আমলকি গাছের আড়ালে লুকিয়ে দেখি, দেখতে কি তা পেল গো (সে)॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৭
ডিসেম্বর তারিখে (শনিবার ২১ অগ্রহায়ণ ১৩৪৭),
কলকাতার
মিনার্ভা থিয়েটারে
দেবেন্দ্রনাথ রাহা রচিত 'অর্জুন বিজয়'
নামক নাটকটি মঞ্চস্থ হয়। উক্ত নাটকে এই গানটি পরিবেশিত
হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বছর ৬ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ নজরুল ইন্সটিটিউট। [ফেব্রুয়ারি ২০১২)। ৪৪০ সংখ্যক গান। নাটিকা: 'অর্জুন বিজয়', তাল: দ্রুত দাদরা। পৃষ্ঠা:
১৩৫-১৩৬]
- মঞ্চ:
অর্জুন-বিজয়
(নাটক)। নাট্যকার: দেবেন্দ্র রাহা। পরিচালনা: শরৎচন্দ্র
চট্টোপাধ্যায়। প্রথম মঞ্চস্থ-
মিনার্ভা থিয়েটার [৭ ডিসেম্বর ১৯৪০ (শনিবার,
২১ অগ্রহায়ণ ১৩৪৭)]। নর্তকীগণের গান। শিল্পী: প্রভা, রাধারাণী, পটল, সুশীলা, আন্নাকালী প্রমুখ]
- রেকর্ড:
এইচএমভি। [মে ১৯৪১ খ্রিষ্টাব্দ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৮)। এন ২৭১২২।
শিল্পী: মৃণালকান্তি ঘোষ। সুর: চিত্ত রায়।
[শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চদশ খণ্ড। ভাদ্র ১৪০৩। আগষ্ট ১৯৯৬। ১৭ সংখ্যাক গান। রেকর্ডে মৃণালকান্তি ঘোষ-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
- সুরকার: চিত্ত রায়
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম (নাট্যগীতি)
- সুরাঙ্গ:
ঝুমুর
- তাল: দ্রুত
দাদরা
- গ্রহস্বর: সা