বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম:
ঘোর ঘন ঘটা ছাইল গগন
রাগ: ইমন, তাল: কাওয়ালি
জয় মর্ত্যে অমৃতবাদিনী চির-আয়ুষ্মতী!
জয় নারী-রূপা দেবী পুণ্যশ্লোকা সতী!
জয় অগ্নিহোত্রী অয়ি দীপ্তা উগ্রতপা জ্যোতির্ময়ী।
জয় সুরলোক-বাঞ্ছিতা, সতী মহিমার গীতা, মৃত্যু-জয়ী।
জয় সীমন্তে নবারুণ, ধরণী অরুন্ধতী॥
চির-শুদ্ধাচারিণী চির-পবিত্রা সুমঙ্গলা!
চির-অবৈধব্য-যুতা তুমি চিরপূজ্যা মা, নহ অবলা।
মা গো যুগে যুগে চির-ভাস্বর তুমি উদীচী জ্যোতি॥
তব সীমান্ত-সিন্দূর মাগে, মা গো, বিশ্ব-বধূ;
মা গো মৃত্যুঞ্জয়ী তব তপস্যা দাও, দাও আশিস-মধু!
সব কন্যা জায়া যাচে তব বর, করে প্রণতি॥
-
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না।
১৯৩১ খ্রিষ্টাব্দের ৩০ মে (শনিবার ১৬ জ্যৈষ্ঠ ১৩৩৮), মন্মথ রায় রচিত 'সাবিত্রী' নাটকটি কলকাতার নাট্যনিকেতনে প্রথম মঞ্চস্থ হয়েছিল।
এই নাটকে এই গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩২ বৎসর ১ মাস।
- মঞ্চ:
নাট্যনিকেতন। ৩০ মে ১৯৩১ (শনিবার ১৬ জ্যৈষ্ঠ ১৩৩৮)। মন্মথ রায়ের রচিত নাটক। এই
নাটকের সঙ্গীত রচয়িতা এবং সুরকার ছিলেন
কাজী নজরুল ইসলাম
- গ্রন্থ:
-
সাবিত্রী
- মন্মথ রায়-কর্তৃক রচিত নাটক। [১৩৩৮ বঙ্গাব্দের ১৬ই
জ্যৈষ্ঠ মঞ্চস্থ হয়েছিল। আনন্দ দৃশ্য। বনবাসিগণের গান।
]
- মন্মথ রায় নাট্যগ্রন্থাবলী দ্বিতীয় খণ্ড [জগদ্ধাত্রী পূজা ১৩৫৮। ২৫শে
নভেম্বর ১৯৫১। সাবিত্রী। আনন্দ দৃশ্য। বনবাসিগণের গান।]
-
চন্দ্রবিন্দু
- প্রথম সংস্করণ [সেপ্টেম্বর ১৯৩১, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১।
চন্দ্রবিন্দু। ৩৫। ইমন-কাওয়ালি। পৃষ্ঠা: ১৮০]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১৪৭০ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৭৭।