বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মোরে সেইরূপে দেখা দাও হরি
মোরে সেইরূপে দেখা দাও হরি।
তুমি ব্রজের বালারে রাই কিশোরীরে
ভুলাইলে যেই রূপ ধরি’॥
হরি বাজায়ো বাঁশরি সেই সাথে,
যে বাঁশি শুনিয়া ধেনু গোঠে যেত উজান বহিত যমুনাতে।
যে নূপুর শুনে ময়ূর নাচিত এসো হে সেই নূপুর পরি॥
নন্দ যশোদা কোলে গোপাল
যে রূপে খেলিতে, ক্ষীর ননী খেতে এসো সেই রূপে ব্রজ দুলাল।
যে পীত বসনে কদম তলায় নাচিতে এসো সে বেশ পরি॥
কংসে বধিলে যে রূপে শ্যাম,
কুরুক্ষেত্রে হলে সারথি এসো সেইরূপে এ ধরাধাম।
যে রূপে গাহিলে গীতা নারায়ণ, এসো সে বিরাট রূপ ধরি॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন
১৩৩৯) প্রকাশিত 'বনগীতি' গ্রন্থে
গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- বনগীত
- প্রথম সংস্করণ [১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন
১৩৩৯)। কীর্তন-মিশ্র। পৃষ্ঠা: ৯৩]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। পঞ্চম খণ্ড।
বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮
মে, ২০১১। বনগীতি। গান সংখ্যা ৬৩। কীর্তন-মিশ্র। পৃষ্ঠা ২১৫-২১৬]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
২০৯৮। পৃষ্ঠা: ৬৩২]
- রেকর্ড:
- মেগাফোন [নভেম্বর ১৯৩৩ (কার্তিক -অগ্রহায়ণ ১৩৪০) । জেএনজি ৮০। শিল্পী: সাহানা দেবী]
- এইচএমভি [জানুয়ারি ১৯৩৪ (পৌষ-মাঘ ১৩৪০)]। এএন ৭১৮৫। শিল্পী: হরিমতী।
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [সনাতন ধর্ম, শাক্ত]
- সুরাঙ্গ: কীর্তন মিশ্র
- তাল:
দাদরা
- গ্রহস্বর: মপ