বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: যে নামে মা ডেকেছিল সুরথ আর শ্রীমন্ত
যে নামে মা ডেকেছিল সুরথ আর শ্রীমন্ত তোরে।
সেই নাম তুই শিখিয়ে দে মা, ডাকব আমি তেমনি ক'রে॥
বেদ-পুরাণে যে নাম শুনি
যে নাম জপে ঋষি-মুনি
সেই নাম দে, যে নাম নিতে বক্ষ ভাসে অশ্রু-নীরে॥
ভয় যদি তোর ভক্তি দিতে, কর মা অসুর দানব মোরে
আসবি যখন শাস্তি দিতে, দেখব তোরে নয়ন ভরে॥
তোর হাতে মা মরণ হলে
ঠাঁই পাব যে তোরই কোলে
আঘাত করে ছেলেকে মা কাঁদে যেমন বক্ষে ধরে॥