বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: যে নামে মা ডেকেছিল সুরথ আর শ্রীমন্ত
যে নামে মা ডেকেছিল সুরথ আর শ্রীমন্ত
তোরে।
সেই নাম তুই শিখিয়ে দে মা, ডাকব আমি তেমনি ক'রে॥
বেদ-পুরাণে যে নাম শুনি
যে নাম জপে ঋষি-মুনি
সেই নাম দে, যে নাম নিতে বক্ষ ভাসে অশ্রু-নীরে॥
ভয় যদি তোর ভক্তি দিতে, কর মা অসুর দানব মোরে
আসবি যখন শাস্তি দিতে, দেখব তোরে নয়ন ভরে॥
তোর হাতে মা মরণ হলে
ঠাঁই পাব যে তোরই কোলে
আঘাত করে ছেলেকে মা কাঁদে যেমন বক্ষে ধরে॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৭ খ্রিষ্টাব্দের ৭ মে (শুক্রবার, ২৪
বৈশাখ ১৩৪৪)। এইচএমভি গানটির রেকর্ড করেছিল। শিল্পী ছিলেন ফণিবাবু। রেকর্ডিটি
পরে বাতিল হয়ে গিয়েছিল। নজরুলের ইসলাম ৩৭ বৎসর ১১
মাস বয়স অন্তের শেষে গানটি রেকর্ড করা হয়েছিল।
- গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ২১১১।
পৃষ্ঠা ৬৩৬]
- রেকর্ড:
- এইচএমভি [মে ১৯৩৭ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৪)। শিল্পী: ফণিবাবু। সুর: সুবোধ দাশগুপ্ত। রেকর্ড বাতিল হয়।
- এইচএমভি [জুলাই ১৯৪৫ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৪)। এন ২৭৫২৯। শিল্পী: মৃণালকান্তি ঘোষ। সুর: গোপেন মল্লিক
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [সনাতন ধর্ম, শাক্ত]
- সুরাঙ্গ:
রামপ্রসাদী সুর
- তাল:
দাদরা
- গ্রহস্বর: স