বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: দূর বনান্তের পথ ভুলি কোন্ বুলবুলি
দূর বনান্তের পথ ভুলি কোন্ বুলবুলি
বুকে মোর আসিলি হেথায়।
হায় আনন্দের দূত যে তুই, তবু তোর চোখে কেন জল কি
ব্যথায়॥
কোথা দিই ঠাঁই তোরে ওরে ভীরু পাখি, বেদনাময় আমার ও
প্রাণ,
এ মরুতে নাই তরু, নাই তোর তৃষার তরে জল যে হেথায়॥
নিকুঞ্জে কার গাইতে গেলি গান, বিঁধিল বুক কণ্টকে;
হায় পুড়িয়া বৈশাখে এলি ভিজিতে অশ্রুর বরষায়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। বুলবুল
পত্রিকার ভাদ্র-অগ্রহায়ণ
১৩৪০ (আগষ্ট-ডিসেম্বর ১৯৩৩) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
এই
সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৩ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
২১৮১। পৃষ্ঠা:
৬৫৬]
- পত্রিকা: বুলবুল [ভাদ্র-অগ্রহায়ণ
১৩৪০ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৩)]
- রেকর্ড: এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৩৪ (মাঘ-ফাল্গুন ১৩৪০)]। পি ১১৭৭৯। শিল্পী:
ইন্দুবালা।
-
স্বরলিপিকার:
-
পর্যায়:
- বিষয়াঙ্গ: সুফিবাদী গান
- সুরাঙ্গ: টপ্পা