আমি বাউল হ'লাম ধূলির পথে ল'য়ে তোমার নাম।
আমার একতারাতে বাজে শুধু তোমারই গান, শ্যাম॥
নিভিয়ে এলাম ঘরের বাতি
এখন তুমিই সাথের সাথী,
আমি যেখানে যাই সেই সে এখন আমার ব্রজধাম॥
আমি আনন্দ-লহরি বাজাই নূপুর বেঁধে পায়ে,
শ্রান্ত হ'লে জুড়াই তনু বন-বীথি বটের ছায়ে।১
ভাবনা আমার তুমি নিলে
আমায় ভিক্ষা-পাত্র দিলে
কখন তুমি আমার হবে পূরবে মনস্কাম॥
১. শ্রান্ত হলে জুড়াই তবু বংশী-বটের ছায়ে