বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: রাখাল রাজ! কি সাজে সাজলে আমায় আজ
	
		
				
           
				তাল: খেমটা
				
রাখাল রাজ! কি সাজে সাজলে আমায় আজ!	
আমার ঘরের ভূষণ কেড়ে নিয়ে দিলে চির-পথিক সাজ॥	
			
তোমার পায়ের নূপুর আমায় দিয়ে ঘোরাও পথে-ঘাটে নিয়ে,	
বেড়াই বাউল একতারা বাজিয়ে হে, (ও মরি হায় রে)	
			
এই ভুবন-নাটে বেড়াই ভুলে শরম-ভরম-লাজ॥	
তোমার নৃত্য-খেলার নিত্য-সাথী আনন্দেরি গোঠে হে,	
			
জীবন-মরণ আমার সহজ চরণ-তলে লোটে হে।	
আমার হাতে দিলে সর্বনাশী ঘর-ভোলানো তোমার বাঁশি,	
			
কাজ ভুলাতে যখন তখন আসি হে’ (ও মরি হায় রে)	
আমার ভবন কেড়ে – দিলে ছেড়ে বিশ্বভুবন-মাঝ॥	
			
		
	
	
		- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু 
		জানা যায় না। ১৯৩১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ) মাসে 
		প্রকাশিত 'চন্দ্রবিন্দু' সঙ্গীত-সংকলনে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে 
		প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩২ বৎসর ৪ মাস।
 
- গ্রন্থ:
			- 
		
		চন্দ্রবিন্দু
				- প্রথম সংস্করণ [সেপ্টেম্বর ১৯৩১, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।]
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংস্করণ পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। 
				ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। 
চন্দ্রবিন্দু। ৫। বাউল। পৃষ্ঠা: ১৬৫-১৬৬]
 
- 
		বনগীতি
				- প্রথম সংস্করণ [১৩ অক্টোবর ১৩৩২ (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯)]।বাউল-খেমটা। পৃষ্ঠা: ৭৫-৭৬] 
				
 
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান 
				সংখ্যা ২২৭০।  পৃষ্ঠা:
				৬৮০]
 
 
- রেকর্ড: এইচএমভি। 
			জুলাই ১৯৩২ খ্রিষ্টাব্দ (আষাঢ়-শ্রাবণ ১৩৩৯)। নম্বর ৭০০৬। শিল্পী: আশ্চর্যময়ী দাসী]
- সুরকার: কাজী নজরুল ইসলাম
 
- স্বরলিপি ও স্বরলিপিকার:
	
	আহসান মুর্শেদ 
	[নজরুল সঙ্গীত স্বরলিপি,
	একচল্লিশতম খণ্ড, অগ্রহায়ণ ১৪২৪] গান সংখ্যা ২১। 
		পৃষ্ঠা: ৯১-৯৪  [নমুনা]
 
- পর্যায়:
	- বিষয়াঙ্গ: ধর্ম সঙ্গীত [সনাতন হিন্দু ধর্ম, 
	বৈষ্ণব]
- সুরাঙ্গ: বাউলাঙ্গ
			- তাল: 
			
			খেমটা [লোক-আঙ্গিক, ৩/৩ ছন্দ]
- গ্রহস্বর: ম