বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: জগতে আজিকে যারা
	
		
জগতে আজিকে যারা
আগে চলে ভয়-হারা
ডেকে যায় আজি তারা,
চল্ রে সুমুখে চল।
পিছু পানে চেয়ে’ মিছে
প’ড়ে আছি সব নীচে,
চাস্নে রে তোরা পিছে
অগ্র-পথিক দল॥
চলার বেগে উঠবে জেগে বনে নূতন পথ
বর্তমানের পানে মোদের চল্বে অরুণ-রথ,
অতীত আজি পতিত রে ভাই, রচ্ব ভবিষ্যৎ।
স্বর্গ মোরা আন্ব, না হয় যাব রসাতল॥
রইব না পিছে প’ড়ে
অতীতের কঙ্কাল ধ’রে,
বইবে নব জীবন-স্রোত যৌবন-চঞ্চল।
বিশ্ব-সভাঙ্গনে সকল জাতির সনে
বসিব সম-আসনে গৌরব-উজ্জ্বল॥
			
		
	
	- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। '
	গুলবাগিচা'
	গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩]  গানটি 
	প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস
 
- গ্রন্থ: 
	- 
	গুলবাগিচা
	- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। পেগ্যান। পৃষ্ঠা: 
				৮৩] 
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। 
	জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১।  গুল-বাগিচা। গান সংখ্যা ৭২। পেগ্যান। পৃষ্ঠা ২৬৮]
	
 
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা 
					২৩১২। পৃষ্ঠা: 
					৬৯৭-৬৯৮।]
 
- রেকর্ড: এইচএমভি [জুন ১৯৩৮ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪২)। এন ৭৩৭১। শিল্পী দেববালা 
					দাসী। ]
- স্বরলিপিকার ও স্বরলিপি: 
			
- পর্যায়: