বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ভারত আজিও ভোলেনি বিরাট মহাভারতের ধ্যান
ভারত আজিও ভোলেনি বিরাট মহাভারতের ধ্যান।
দেশ হারায়েছে
−হারয়নি
তা'র আত্মা ভগবান॥
তাহার ক্ষাত্রশক্তি গিয়াছে
প্রেম ও ভক্তি আজও বেঁচে আছে,
আজিও পরম ধৈর্য ও বিশ্বাসে−
তার
আশা-দীপ জ্বালিয়া রেখেছে সেই ভাগবত জ্ঞান॥
দেহর জীর্ণ পিঞ্জরে তার প্রাণ কাঁদে নিরাশায়,
'সম্ভবামি যুগে যুগে' বাণী ভুলিতে পারে না হায়!
সেই আশ্বাসে আজ নব অনুরাগে
পাষাণ ভারতে বিরাট চেতনা জাগে,
জেগেছে সুপ্ত-সিংহ, এসেছে দিব্য অসি-কৃপাণ॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪৯ খ্রিষ্টাব্দের আগষ্ট (আষাঢ়-শ্রাবণ ১৩৫৫) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৫০ বৎসর ২ মাস।
- রেকর্ড:
এইচএমভি [আগষ্ট ১৯৪৯ (শ্রাবণ-ভাদ্র ১৩৫৬)। এন ৩১০৬৬। শিল্পী:
সত্য চৌধুরী।
- সুরকার: নজরুল ইসলাম
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- সুরকার: নজরুল ইসলাম
- পর্যায়:
- বিষয়াঙ্গ: স্বদেশ [জাগরণী গান]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল:
দাদরা
- গ্রহস্বর: প