সখি শ্যামের স্মিরিতি শ্যামের পিরিতি মম জীবন মরণের সাথী।
জনম জনম কর, মাধব মাধব ওই ধ্যানে রব দিন রাতি॥
আমি ওই ধ্যানে রহিব
ভুলে গৃহকাজ ভুলে লোকলাজ আমি ওই ধ্যানে রহিব
কৃষ্ণকালি মেখে কলঙ্ক পশরা হাসিমুখে বহিব।
শ্যাম মাথার মণি, শ্যাম মালার মণি
(সখি) শ্যাম মোর নয়নতারা কৃষ্ণ মোর নয়নতারা।
তৃষিত জীবনে শ্যাম নাম মোর শীতল সুরধুনী ধারা।
প্রাণ জুড়াইব, ওই সুরধুনী-ধারায় প্রাণ জুড়াইব।
দারুণ বিরহ-দহন জুড়াইতে শ্যাম নাম সুরধুনী ধারা॥