সিরাজদ্দৌলা
শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত ঐতিহাসিক নাটক।

১৯৩৮ খ্রিষ্টাব্দের ২৯ জুন (মঙ্গলবার, ১৫আষাঢ় ১৩৪৪), শচীন সেনগুপ্তের রচিত এই নাটকটি মঞ্চস্থ হয়েছিল কলকাতার নাট্যনিকেতন মঞ্চে। নিম্নো্ক্ত সংযুক্তিতে প্রথম রজনীতে অভিনয়কালে যে সকল কলাকুশলী এবং অভিনয়-শিল্পীদের পরিচিতি দেওয়া হলো।
       সূত্র: সিরাজদ্দৌলা পঞ্চদশ সংস্করণ] [সংযুক্তি]

১৯৩৮ খ্রিষ্টাব্দে নাটকটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। গ্রন্থটি উৎসর্গ করা হয়েছিল- নির্মেন্দু লাহিড়ী-কে।
           [সূত্র: সিরাজদ্দৌল্লা। পঞ্চদশ সংস্করণ। গুরুদাস চট্টোপাধ্যায় এ্যান্ড সন্স্। ২০৩-১-১। কর্ণওয়ালিস স্ট্রীট। কলিকাতা-৬]

এই নাটকে ব্যবহৃত হয়েছিল নজরুলের রচিত ৫টি গান। গানগুলো হলো-
  1. আমি আলোর শিখা [তথ্য]
    প্রথম অঙ্ক। প্রথম দৃশ্য। আলেয়া।
  2. ম্যয় প্রেম নগরকো জাউঙ্গী [তথ্য]
    প্রথম অঙ্ক। তৃতীয় দৃশ্য। আলেয়া।
  3. সখি শ্যামের স্মিরিতি [তথ্য]
    দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় দৃশ্য। আলেয়া।
  4. পথ হারা পাখি কেঁদে ফিরে একা [তথ্য]
    দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় দৃশ্য। আলেয়া।
  5. হায় পলাশী ! এঁকে দিলি তু [তথ্য]
    তৃতীয় অঙ্ক। দ্বিতীয় দৃশ্য। আলেয়া।

সিরাজদ্দৌল্লা (রেকর্ড নাটক)
উল্লেখ্য ১৯৩৮ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৫) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি এই নাটকটির রেকর্ড প্রকাশ করেছিল। সে সময়ে 'সখি শ্যামের পিরীতি' গানটি পরিত্যাক্ত হয়েছিল। এর পরিবর্তে 'কেন প্রেম যমুনা' এবং 'একুল ভাঙে ওকুল গড়ে' গানটি যুক্ত করা হয়েছিল। এই নাটকে ব্যবহৃত ৬টি গান তালিকা নিচে দেওয়া হলো।

রেকর্ডে অন্তর্ভুক্ত গানের তালিকা-

  1. আমি আলোর শিখা [তথ্য]
    এইচএমভি। এন ১৭২০৬। প্রথম ও দ্বিতীয় খণ্ড। আলেয়ার গান। শিল্পী: নীহারবালা
  2. ম্যয় প্রেম নগরকো জাউঙ্গী [তথ্য]
    এইচএমভি। এন ১৭২০৬। প্রথম ও দ্বিতীয় খণ্ড। আলেয়ার গান। শিল্পী: নীহারবালা
  3. কেন প্রেম-যমুনা আজি হলো অধীর [তথ্য]
    এইচএমভি। এন ১৭২০৭। তৃতীয় ও চতুর্থ খণ্ড।  আলেয়ার গান। শিল্পী: নীহারবালা
  4. পথ হারা পাখি কেঁদে ফিরে একা [তথ্য]
    এইচএমভি। এন ১৭২১০। নবম ও দশম খণ্ড। আলেয়ার গান। শিল্পী: নীহারবালা
  5. এ কূল ভাঙে ও কূল গড়ে [তথ্য]
    এইচএমভি। এন ১৭২১।  ত্রয়োদশ ও চতুর্দশ খণ্ড। শিল্পী: মৃণালকান্তি ঘোষ।
  6. হায় পলাশী ! এঁকে দিলি তুই [তথ্য]
    এইচএমভি। এন ১৭২১৩। পঞ্চদশ ও ষোড়শ খণ্ড। আলেয়ার গান। শিল্পী: নীহারবালা
সিরাজদ্দৌল্লা (বেতার নাটক)
১৯৩৯ খ্রিষ্টাব্দের ২৪ নভেম্বর (শুক্রবার, ৮ অগ্রহায়ণ ১৩৪৬), সন্ধ্যা ৬.৪৫-৮.৪০ টায় কলকাতা বেতারকেন্দ্র থেকে 'শ্রুতি নাটক' হিসেবে প্রচারিত হয়েছিল।

বেতার জগৎ-এর ১০ম বর্ষ ২২শ সংখ্যায় [পৃষ্ঠা: ৮৬২] সিরাজদ্দৌলা নাটকের যে পরিচয় দেওয়া হয়েছিল, তাহলো-

সিরাজদ্দৌলা
রচনা: শচীন সেনগুপ্ত
পরিচালনা: বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র
সঙ্গীত পরিচালনা: কাজী নজরুল ইসলাম
অভিনয় রজনী: শুক্রবার, ২৪ নভেম্বর ১৯৩৯
সময়: ৬.৪৫-৮.৪৫ মিনিট

[ দেখুন: বেতার জগৎ পত্রিকায় প্রকাশিত তথ্য]

বেতার জগৎ ও The Indian Listener, পত্রিকায় প্রকাশিত অনুষ্ঠানসূচী

সিরাজদ্দৌলা।
সম্প্রচার কেন্দ্র: কলকাতা কেন্দ্র ক।
সময়: শুক্রবার, ২৪ নভেম্বর ১৯৩৯, ৮ অগ্রহায়ণ ১৩৪৬। সান্ধ্য অনুষ্ঠান। ৬.৪৫-৮.৩৯
অভিনয়: এ.আই.আর প্লেয়ার্স কর্তৃক
রচনা: শচীন সেনগুপ্ত।

        [সূত্র:

বেতার জগৎ। ১০ম বর্ষ ২২শ সংখ্যা। পৃষ্ঠা: ৮৮২
The Indian Listener, Vol. IV, No. 22 page 1578

বেতার নাটকে কোনো কোন গান ব্যবহৃত হয়েছিল, তা জানা সম্ভব হয় নি।