- আমি আলোর শিখা [তথ্য]
প্রথম অঙ্ক। প্রথম দৃশ্য। আলেয়া।- ম্যয় প্রেম নগরকো জাউঙ্গী [তথ্য]
প্রথম অঙ্ক। তৃতীয় দৃশ্য। আলেয়া।- সখি শ্যামের স্মিরিতি [তথ্য]
দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় দৃশ্য। আলেয়া।- পথ হারা পাখি কেঁদে ফিরে একা [তথ্য]
দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় দৃশ্য। আলেয়া।- হায় পলাশী ! এঁকে দিলি তু [তথ্য]
তৃতীয় অঙ্ক। দ্বিতীয় দৃশ্য। আলেয়া।
সিরাজদ্দৌল্লা (রেকর্ড নাটক)
উল্লেখ্য ১৯৩৮ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৫) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি
এই নাটকটির রেকর্ড প্রকাশ করেছিল। সে সময়ে 'সখি শ্যামের পিরীতি' গানটি পরিত্যাক্ত
হয়েছিল। এর পরিবর্তে 'কেন প্রেম যমুনা' এবং 'একুল ভাঙে ওকুল গড়ে' গানটি যুক্ত করা
হয়েছিল। এই নাটকে ব্যবহৃত ৬টি গান তালিকা নিচে দেওয়া
হলো।
রেকর্ডে অন্তর্ভুক্ত গানের তালিকা-
সিরাজদ্দৌল্লা (বেতার নাটক)
- আমি আলোর শিখা [তথ্য]
এইচএমভি। এন ১৭২০৬। প্রথম ও দ্বিতীয় খণ্ড। আলেয়ার গান। শিল্পী: নীহারবালা- ম্যয় প্রেম নগরকো জাউঙ্গী [তথ্য]
এইচএমভি। এন ১৭২০৬। প্রথম ও দ্বিতীয় খণ্ড। আলেয়ার গান। শিল্পী: নীহারবালা- কেন প্রেম-যমুনা আজি হলো অধীর [তথ্য]
এইচএমভি। এন ১৭২০৭। তৃতীয় ও চতুর্থ খণ্ড। আলেয়ার গান। শিল্পী: নীহারবালা- পথ হারা পাখি কেঁদে ফিরে একা [তথ্য]
এইচএমভি। এন ১৭২১০। নবম ও দশম খণ্ড। আলেয়ার গান। শিল্পী: নীহারবালা- এ কূল ভাঙে ও কূল গড়ে [তথ্য]
এইচএমভি। এন ১৭২১২। ত্রয়োদশ ও চতুর্দশ খণ্ড। শিল্পী: মৃণালকান্তি ঘোষ।- হায় পলাশী ! এঁকে দিলি তুই [তথ্য]
এইচএমভি। এন ১৭২১৩। পঞ্চদশ ও ষোড়শ খণ্ড। আলেয়ার গান। শিল্পী: নীহারবালা