বিষয়: নজরুল সঙ্গীত। শিরোনাম: পথহারা পাখি কেঁদে ফিরে একা
পথহারা পাখি কেঁদে ফিরে একা আমার জীবনে শুধু আঁধারের লেখা॥ বাহিরে অন্তরে ঝড় উঠিয়াছে আশ্রয় যাচি হায় কাহার কাছে
বুঝি দুখ-নিশি মোর
হবে না হবে না ভোর ফুটিবে না আশার আলোক রেখা॥
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের ২৯ জুন ১৯৩৮ (মঙ্গলবার, ১৫ আষাঢ় ১৩৪৪), কলকাতার
নাট্যনিকেতন মঞ্চে
শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদ্দৌলা (নাটক) মঞ্চস্থ হয়েছিল। এই নাটকে এই
গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ১ মাস।
গ্রন্থ:
নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২]। গান সংখ্যা ৯৩৭
বেতার: সিরাজদ্দৌলা (নাটক)। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ২৪ নভেম্বর (শুক্রবার, ৮
অগ্রহায়ণ ১৩৪৬)। সন্ধ্যা ৬.৪৫-৮.৪৫। বেতার নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল কিনা তা
জানা যায় নি।
সূত্র:
বেতার জগৎ। ১০ম বর্ষ ২২শ সংখ্যা । পৃষ্ঠা: ৮৮২
The Indian Listener, Vol. IV, No. 22, page 1578
স্বরলিপি ও স্বরলিপিকার:
সেলিনা হোসেন। [নজরুল
সঙ্গীত স্বরলিপি, একান্নতম খণ্ড, কবি নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪২৭। জুন
২০২১। রেকর্ডে নীহারবালা'র গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। গান
সংখ্যা ১৭। পৃষ্ঠা: ৭৮-৭৯
[নমুনা]