বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আমি আলোর শিখা ফুটাই আঁধার
আমি আলোর শিখা ফুটাই আঁধার ভবনে দীপ-কলিকা॥ নিশ্চল পথে আমি আনন্দ-ছন্দ অন্ধ আকাশে আমি রবি-তারা-চন্দ আমি ম্লান মুখে আনি রূপ-কণিকা॥
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের ২৯ জুন ১৯৩৮ (মঙ্গলবার, ১৫ আষাঢ় ১৩৪৪), কলকাতার
নাট্যনিকেতন মঞ্চে
শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজদ্দৌলা (নাটক) মঞ্চস্থ হয়েছিল। এই নাটকে এই
গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ১ মাস।
গ্রন্থ:
নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২]। গান সংখ্যা ৯১৮
সিরাজদ্দৌলা। প্রথম
সংস্করণ। [শ্রাবণ ১৩৪৫ (জুলাই ১৯৩৮ খ্রিষ্টাব্দ)] নাট্যকার:
শচীন্দ্রনাথ সেনগুপ্ত।
প্রথম অঙ্ক। প্রথম দৃশ্য। আলেয়া।
রেকর্ড: এইচএমভি। নভেম্বর ১৯৩৮
(কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৫)।
সিরাজদ্দৌলা (নাটক)। নাট্যকার:
শচীন্দ্রনাথ সেনগুপ্ত। এন ১৭২০৬। প্রথম ও দ্বিতীয় খণ্ড।
আলেয়ার গান। শিল্পী: নীহারবালা
বেতার: সিরাজদ্দৌলা (নাটক)। নাট্যকার শচীন্দ্র সেনগুপ্ত। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ২৪ নভেম্বর (শুক্রবার, ৮
অগ্রহায়ণ ১৩৪৬)। সন্ধ্যা ৬.৪৫-৮.৩৯। বেতার নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল কিনা তা
জানা যায় নি।
[সূত্র:
সেলিনা হোসেন। [নজরুল
সঙ্গীত স্বরলিপি, একান্নতম খণ্ড, কবি নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪২৭। জুন
২০২১। রেকর্ডে নীহারবালা'র গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে।
গান সংখ্যা ২। পৃষ্ঠা: ২০। [নমুনা]