বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম: তুই কে ছিলি তাই বল?
তাল:
দাদ্রা
তুই কে ছিলি তাই বল?
কোন্ কাননের পুষ্পরানী কোন্ সরসীর জল॥
তুই কি ছিলি কবিতা আর আমি চরণ তা'রি
তুই কি ছিলি পিয়াসি শুক আমি আতুর সারী
তুই কি দুঃখী দুয়োরানী আমি চোখের জল॥
কোন্ বরষার সিক্ত প্রাতে
কোন্ শরতের জোছনা রাতে
কোন্ জগতের অরুণ ঊষার প্রথম দেখা বল্॥
নতুন মোদের নতুন ক'রে পরিচয়ের পালা
কণ্ঠে মোদের মিলন-বাণী হাতে মিলন-মালা
মোরা এক বিরহীর দু'টি চোখের ঝরা দু'টি মুক্তাফল॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের আগস্ট
(শ্রাবণ-ভাদ্র ১৩৪১) মাসে
এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৫ বৎসর
২ মাস।
-
রেকর্ড:
এইচএমভি।
আগস্ট ১৯৩৪ (শ্রাবণ-ভাদ্র ১৩৪১)। পি ১১৭৯০। শিল্পী: ইন্দুবালা [শ্রবণ
নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
সুধীন দাশ ও ব্রহ্মমোহন ঠাকুর।
[নজরুল-সঙ্গীত স্বরলিপি, একাদশ খণ্ড (নজরুল ইনস্টিটিউট জুন ১৯৯৭)]
১১ সংখ্যক গান
[নমুনা]
-
সুরকার :
কাজী নজরুল ইসলাম।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল:
দাদরা
- গ্রহস্বর: পা