বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম: পিও পিও হে প্রিয় শরাব পিও
তাল:
কাহার্বা
পিও পিও হে প্রিয় শরাব পিও
চোখে রঙের নেশা লেগে সব অবসাদ হোক রমনীয়॥
জীবনের নহবতে বাজুক সানাই
আঁধার এ দুনিয়ায় জ্বলুক রোশ্নাই
আজি আবছা আলোয় যারে লাগবে ভালো
তারি গলায় চাঁদের মালা পরায়ে দিও॥
আজি লেগে অনুরাগে রঙ শিরাজির
প্রাণে প্রাণে লহর বহুক রস-নদীর
সেই মধুর ক্ষণে বঁধু নিরজনে
ভালোবাসি' দুটি কথা মোরে বলিও॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের এপ্রিল
(চৈত্র ১৩৪৪-বৈশাখ ১৩৪৫) মাসে, টুইন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। সম্ভবত এই রেকর্ডটি প্রকাশের কিছু আগে গানটি রচিত হয়েছিল। এই
সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর ১০ মাস রচিত হয়েছিল।
- রেকর্ড:
টুইন [এপ্রিল
১৯৩৮ খ্রিষ্টাব্দ (চৈত্র ১৩৪৪-বৈশাখ ১৩৪৫)। শিল্পী: মিস্
রাধারাণী।
রেকর্ড এফ.টি. ১২৩৫১।
-
স্বরলিপি ও স্বরলিপিকার:
সুধীন দাশ ও ব্রহ্মমোহন ঠাকুর।
নজরুল-সঙ্গীত স্বরলিপি, একাদশ খণ্ড (নজরুল ইনস্টিটিউট জুন ১৯৯৭)]
১৫ সংখ্যক গান [নমুনা]
-
সুরকার: কাজী নজরুল ইসলাম।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (ওমর খৈয়ামের রুবাই অবলম্বনে)
- সুরাঙ্গ:
গজল
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: ণর্সা