ওলো ফুল-পসারিণী!
ফুলের পসরা নিয়ে চ’লেছ কোন্ পথে একাকিনী॥
তোমারি অনুরাগে, রাঙা গোলাপ জাগে
পলাশ-মুকুলে আঁকা, তোমার নয়ন বাঁকা
বসন্ত-গলে ওযে মাধবী সতিনী॥
তব কমল-মুখে চুমে অলক-অলি
ফোটে হাসিতে হেনা পায়ে করবী-কলি,
হৃদয়-পশরা নিয়ে চলেছে কোথা’ একা লীলা-বিলাসিনী॥