বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
ওকে নাচের ঠমকে দাঁড়ালো থম্কে
তাল: দ্রুত-দাদরা
ওকে নাচের ঠমকে দাঁড়ালো থম্কে সহসা চম্কে পথে
যেন তার নাম ধ'রে ডাকিল কে বাঁশের বাঁশিতে
মাঠের ওপার হতে॥
তার হঠাৎ থেমে যাওয়া দেহ দোদুল
নাচের তালে যেন ছন্দের ভুল
সে রহে চাহি, অনিমেষে পটে আঁকা ছবিতুল
গেছে হারায়ে সে যেন কোন্ জগতে॥
তার ঘুম জড়িত চোখে জাগালো কী নূতন ঘোর
অকরূণ বাঁশির কিশোর;
উদাসী মূরতি প্রভাতী রাগিনী কাননে যেন
এলো নামিয়া অরুণ-কিরণ রথে॥
-
রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৪৪ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি
(মাঘ-ফাল্গুন ১৩৫০) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম
প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলাম মস্তিষ্কের পীড়ায় চিকিৎসাধীন ছিলেন।
- রেকর্ড:
টুইন। ফেব্রুয়ারি ১৯৪৪ (মাঘ-ফাল্গুন ১৩৫০)। এফটি ১৩৯২৮। শিল্পী: মিস্ রাধারাণী। সুরকার: রঞ্জিত রায়।
-
স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, দ্বাদশ খণ্ড।
প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। ষষ্ঠ গান]
[নমুনা]
-
সুরকার: রঞ্জিত রায়
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ:
স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: দ্রুত
দাদরা)
- গ্রহস্বর: সণ্