বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কলঙ্কে মোর সকল দেহ হলো কৃষ্ণময়
কলঙ্কে মোর সকল দেহ হলো কৃষ্ণময়
শ্যামের নামে হউক এবার আমার পরিচয়॥
কলঙ্কিনীর তিলক এঁকে
কলঙ্ক-চন্দন মেখে'
আমি শোনাব গো ডেকে ডেকে কলঙ্কেরি জয়, কৃষ্ণ-কলঙ্কেরি জয়॥
ভুবনে মোর ঠাঁই পেয়েছি ভবন হতে নেমে'
হয়ে বৈরাগিনী আমার কৃষ্ণ-প্রিয়তমের প্রেমে।
যারে কৃষ্ণ টানে বিপুল টানে
সে কি কুলের বাধা মানে
এই বিশ্বব্রজে ভাগ্যবতী সেই শ্রীমতী হয়॥
-
ভাবসন্ধান: কৃষ্ণ-প্রেমে অধীর রাধা সর্বার্থে কৃষ্ণের নিজেকে সমর্পণ করেছেন।
যদিও গানটি রাধার অভিব্যক্তিতে বাঁধা, কিন্তু গানটি জুড়ে রয়েছে কৃষ্ণবন্দনা।
কূলত্যাগী হয়ে রাধা কৃষ্ণ-কলঙ্কেরি জয়ধ্বনি দিয়েছেন। কৃষ্ণের অনুষঙ্গী হয়ে ঘর ছাড়া
মধ্যে কলঙ্কের ভয় নাই। রাধার অভিব্যক্তিতে জানা যায়- কুলত্যাগী হয়ে তিনি হবেন
বিশ্বের শ্রীমতী। এই বার্তা শুধু রাধার নিজের জন্য নয়, সকল কৃষ্ণপ্রেমিকার জন্য পরম
সত্য।
কলঙ্কের কালিমা নিয়ে তিনি কৃষ্ণময় হতে পেরেছেন- এই যেন তাঁর পরম গৌরবের। তাই
শ্যামের নামে তাঁর পরিচয় হোক এ কথা বলতে তাঁর কোনো দ্বিধা নেই। তিনি কৃষ্ণ-প্রেমে কলঙ্কিনী তিলক এঁকে, কলঙ্ক-চন্দন মেখে,
তিনি সগৌরবে সবাইকে ডেকে ডেকে বলবেন- কলঙ্কেরি জয়, কৃষ্ণ-কলঙ্কেরি জয়।
কৃষ্ণের প্রেমে তিনি ক্ষুদ্র ভবন ছেড়ে বাইরে বেরিয়ে এসে- বাইরের ভুবনের বিশাল অঙ্গনে
ঠাঁই পেয়েছেন। সেখানে ঘর বিবাগী বৈরাগিনী হয়েছেন কৃষ্ণ-প্রিয়তমের প্রেমে। যাঁর
বিপুল প্রেমাকর্ষণে ঘর থাকা দায় হয়ে পড়ে, সে কি কূলের বাধা মানে। যাঁর কাছে বিশ্বই
হয়েছে ব্রজভূমি, সে ভাগ্যবতী। কৃষ্ণের অনুষঙ্গী হয়ে সেই হবে বিশ্বের শ্রীমতী।
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ডিসেম্বর
(অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩)
মাসে এইচএমভি
রেকর্ড কোম্পানি
গানটির প্রথম রেকর্ড করেছিল। এই সময় নজরুলের
বয়স ছিল ৩৭ বৎসর ৬ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ৩৩৩।
- রেকর্ড:
এইচএমভি [ডিসেম্বর ১৯৩৬ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩)। এন ৯৮১৭। শিল্পী:
বীণাপাণি মুখোপাধ্যায় (মধুপুর)]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, দ্বাদশ খণ্ড।
প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। সপ্তম গান]
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। বৈষ্ণব।
কৃষ্ণ-প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য