তাল: কাহারবা পলাশ-মঞ্জরি
পরায়ে দে লো মঞ্জুলিকা আজি রসিয়ার রাসে হবো আমি নায়িকা লো মঞ্জুলিকা॥ কৃষ্ণচূড়ার সাথে রঙ্গনে অশোকে বুলালো রঙের মোহন তুলিকা লো মঞ্জুলিকা॥ মাদার শিমুল
ফুলে রঙিন পতাকা
দোলে জ্বলিছে মনে মনে আগুন শিখা লো মঞ্জুলিকা॥
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি
গীতি-শতদলসঙ্গীত
সঙ্কলনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪১ বঙ্গাব্দের বৈশাখ (এপ্রিল
১৯৩৪) মাসে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১১ মাস।