বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: থির হয়ে তুই ব'স দেখি মা খানিক আমার আঁখির আগে
রাগ: ইমন-ভূপালি, তাল: ঝাঁপতাল
থির হয়ে তুই ব'স দেখি মা খানিক আমার আঁখির আগে
দেখব নিত্য লীলাময়ী থির হলে তুই কেমন লাগে॥
শান্ত হ'লে ডাকাত মেয়ে
কেমন দেখায় দেখব চেয়ে (মা গো)
চিন্ময় শিব শম্ভু কেন চরণ-তলে শরণ মাগে॥
দেখব চেয়ে জননী তুই সাকারা না নিরাকারা
কেমন করে কালি হয়ে নামে ব্রহ্ম জ্যোতিধারা।
কোলে নিতে কোলের ছেলে
শ্মশান জাগিস বাহু মেলে
কেমন ক'রে মহামায়া তোর বুকে মায়া জাগে॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৭) মাসে এইচএমভি গানটির
একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ১ মাস।
- রেকর্ড:
এইচএমভি [জুন ১৯৪০ খ্রিষ্টাব্দ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৭)। নম্বর এন ১৭৭৬৫। শিল্পী:
মৃণালকান্তি ঘোষ। সুর: নজরুল ইসলাম। রামপ্রসাদী]
[শ্রবণ
নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড।
প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট। জ্যৈষ্ঠ ১৪০১/মে ১৯৯৪। ১৬ সংখ্যক গান]
[নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- পর্যায়:
-
বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, শাক্ত, শ্যামাসঙ্গীত]
- সুরাঙ্গ: রামপ্রসাদী