বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম: ক্ষীণ তনু যৌবন ভার বইতে নারি
       
    তাল: দ্রুত-দাদ্‌রা
ক্ষীণ তনু যৌবন ভার বইতে নারি
ধীরে চল গোরী ধীরে ধীরে
টলে চিকন কাঁখে ভরা গাগরি ভরে তায় ঘাঘরি।
দেহ টুটে না যায় যেন নাগরি
নীল চোলি ভিজিয়া না যায় নীরে॥
কঠিন ধরা হানে বেদনা কোমল পায়ে
মুছায়ে দিব ব্যথা ব'স এ বকুল ছায়ে
'না' বলি মুচ্‌কিয়া হেসো না ফিরে ফিরে॥
দাঁড়ায়ে কত পথিক বহিতে সই ভার তব
যদি চাহ গো সখি ভার তব আমি লব
দাও আমারে ঠাঁই, তব ঐ তনুর তীরে॥