বিষয়:
নজরুল সঙ্গীত
শিরোনাম
: যাবার বেলায় মিনতি আমার
(শুধু) রাখিও মনে
যাবার বেলায় মিনতি আমার (শুধু) রাখিও মনে
ডাক দিও গো সাঁঝের ছায়ে সাঙ্গোপনে॥
যখন সন্ধ্যাবধু আঁকবে রঙের আলপনা
আমার হিয়া দুলবে তখন তোমার প্রদীপ সনে
যখন নিরালাতে গাঁথবে মালা আনমনে॥
(আমি) রইব ঘিরে তোমার মালার গন্ধ সনে (প্রিয় আমার)
আমি দুলিয়ে যাব অলক তব মৃদু পবনে
ওগো একটি মালা গলায় নিও আমার স্মরণে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক -অগ্রহায়ণ ১৩৪২) মাসে, এইচএমভি
রেকর্ড কোম্পানি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৩৬ বৎসর ৫ মাস।
- রেকর্ড: টুইন। নভেম্বর
১৯৩৫ (কার্তিক -অগ্রহায়ণ ১৩৪২)।
এফটি ৪১১৬। শিল্পী: কালীপদ সেন
- স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন দাশ।
নজরুল সঙ্গীত স্বরলিপি চতুর্দশ খণ্ড
(নজরুল ইন্সটিটিউট)। ২২ সংখ্যক গান
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয়
- তাল:
দাদরা
- গ্রহস্বর: সা