বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
আল্লাতে যাঁর পূর্ণ ঈমান কোথা সে মুসলমান
                   তাল: দাদ্‌রা
আল্লাতে যাঁর পূর্ণ ঈমান কোথা সে মুসলমান
কোথা সে আরিফ অভেদ যাঁহার জীবন মৃত্যু জ্ঞান॥
(যাঁর)     মুখে শুনি তৌহিদের কালাম-
            ভয়ে মৃত্যুও করিত সালাম।
যাঁর দীন দীন রবে কাঁপিত দুনিয়া জীন পরী ইনসান্॥
স্ত্রী পুত্রে আল্লারে সঁপি জেহাদে যে নির্ভীক।
হেসে কোরবানি দিত প্রাণ হায় আজ তারা মাগে ভিখ্।
            কোথা সে শিক্ষা আল্লাহ্ ছাড়া,
            ত্রিভুবনে ভয় করিত না যাঁরা।
আজাদ করিতে এসেছিল যাঁরা সাথে লয়ে কোর্‌আন্॥