বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম :
এলো আবার ঈদ ফিরে এলো আবার ঈদ চলো ঈদগাহ
তাল: কাহার্বা
এলো আবার ঈদ ফিরে এলো আবার ঈদ চলো ঈদগাহে।
যাহার আশায় চোখে মোদের ছিল না রে নিদ চলো ঈদগাহে॥
শিয়া সুন্নী লা-মজ্হাবী একই জামাতে
এই ঈদ মোবারকে মিলিবে এক সাথে,
ভাই পাবে ভাইকে বুকে, হাত মিলাবে হাতে;
আজ এক আকাশের নীচে মোদের একই সে মস্জিদ, চলো ঈদগাহে॥
ঈদ এনেছে দুনিয়াতে শির্নি বেহেশ্তী
দুশ্মনে আজ গলায় ধ'রে পাতাব ভাই দোস্তী,
জাকাত দেব ভোগ-বিলাস আজ গোস্সা ও বদ্মস্তি;
প্রাণের তশ্তরিতে ভ'রে বিলাব তৌহিদ-চলো ঈদগাহে॥
আজিকার এই ঈদের খুশি বিলাব সকলে,
আজের মত সবার সাথে মিল্ব গলে গলে,
আজের মত জীবন পথে চলব দলে দলে,
প্রীতি দিয়ে বিশ্ব-নিখিল করব রে মুরিদ্-চলো ঈদগাহে॥
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের
ডিসেম্বর (অগ্রহায়ণ
-পৌষ ১৩৪২) মাসে এইচএমভি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময়
নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৬ মাস।
- রেকর্ড:
এইচএমভি। ডিসেম্বর ১৯৩৫ (অগ্রহায়ণ -পৌষ ১৩৪২)। এন ৭৪৪৮। শিল্পী:
আব্বাসউদ্দীন আহমদ।
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [ইসলামি গান]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য