বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কি নাম ধ'রে ডাকবো তোরে
কি নাম ধ'রে ডাকবো তোরে মা তুই দে ব'লে
ওমা কি নাম ধরে কাঁদলে পরে ধ'রে তুলিস কোলে (মাগো)॥
বনে খুঁজি মনে খুঁজি পটে দেখি ঘটে পূজি
মন্দিরে যাই কেঁদে লুটাই মাগো
—
পাষাণ প্রতিমা মা তোর একটুও না টলে॥
কোল যদি না দিবি মাগো, আন্লি কেন ভবে,
আমি জনম নিয়ে এসেছি যে তোর কোলেরই লোভে।
আমি রইতে নারি মা না পেয়ে, মরণ দে মা তাহার চেয়ে
এ-ছার জীবনে কোন প্রয়োজন মাগো
আমি কোটি বার মা মরতে পারি মা যদি পাই ম'লে॥
- ভাবসন্ধান: মাতৃরূপিণী আদ্যাশক্তি দুর্গার কাছে ভক্তের গভীর
আকুলতা নিবেদিত হয়েছে এই গানে। দেবী নানা নামে নানা রূপে জগৎসংসারে বিদ্যমানা।
ভক্ত জানেন না, সর্বনামধারিণী এই দেবীকে কি নামে ডাকলে- তিনি তাঁকে অপত্যস্নেহে
কোলে টেনে নেবেন, কোথায় গেলে তাঁর দর্শন মিলবে। এর ভিতর দিয়ে ভক্তের অসহায় এবং
অস্থির মনোদশার প্রকটীত হয়ে উঠেছে। তাই ভক্ত এক বিভ্রান্তির মধ্যে তাঁকে খুঁজে
বেড়ান বনে বনে, তাঁর মনের গভীরে। কখনো তাঁকে খোঁজেন প্রতীকী চিত্রপটে ও পূজ্য
ঘটে। কখনো কবি মন্দির বিগ্রহের পায়ে লুটিয়ে পরে আত্ম-নিবেদন করেন। কিন্তু পাষাণ
প্রতিমারূপিণী দেবী ভক্তের সকল আকুল আবেদন উপেক্ষা করে নির্বিকার থাকেন।
ভক্ত মাতৃরূপিণী এই দেবীর আশ্রয় না পেয়ে, সকাতরে দেবীর কাছে অভিমান ভরে অভিযোগ
করেন- যদি তিনি তাঁকে অপত্যস্নেহে কোলে আশ্রয় নাই দেবেন- তবে এই পৃথিবীতে
সন্তানরূপে আনলেন কেন। ভক্ত মায়ের কোলের প্রত্যাশায় নিয়েই এই জগৎ-সংসারে জন্ম
নিয়েছিলেন। কিন্তু মায়ের কোল না পেয়ে, মায়ের কাছেই তিনি মৃত্যু প্রার্থনা করছেন।
মাতৃ-ক্রোড়-বিহীন এই জগত ভক্তের কাছে অর্থ হীন। মায়ের আশ্রয় না পেলে, শুধু এই
জন্মই নয়, তিনি কোটি বার মরতে রাজি আছেন।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের
সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৭) মাসে কলম্বিয়া রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ডে প্রকাশিত হয়েছিল। সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর
৩ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি ২০১১) নামক গ্রন্থের
৬২৬ সংখ্যক গান। তাল: ফেরতা। পৃষ্ঠা: ১৯০]
- রেকর্ড: কলম্বিয়া [সেপ্টেম্বর ১৯৪০ খ্রিষ্টাব্দ (ভাদ্র-আশ্বিন ১৩৪৭)]।
জিই ২৫৫৪। শিল্পী: উত্তরা দেবী। সুর নজরুল
ইসলাম।
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- সুধীন দাশ [নজরুল-সঙ্গীত স্বরলিপি,
চৌত্রিশতম খণ্ড, (একুশে বই মেলা। ফাল্গুন ১৪১৮/ফেব্রুয়ারি
২০১২)]। ১১তম গান। পৃষ্ঠা: ৩৩-৩৫]।
[নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। শাক্ত। আদ্যাশক্তি।
অভিমান ও অনুযোগ
- সুরাঙ্গ: রামপ্রসাদী