বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম :
আঁধার মনের মিনারে মোর হে মুয়াজ্জিন, দাও আজান
আঁধার মনের মিনারে মোর হে মুয়াজ্জিন, দাও আজান
গাফেলতির ঘুম ভেঙে দাও হউক নিশি অবসান॥
আল্লাহ নামের যে তক্বীরে
ঝর্ণা বহে পাষাণ চিরে
শুনি' সে তক্বিরের আওয়াজ জাগুক আমার পাষাণ প্রাণ॥
জামাত ভারি জমবে এবার এই দুনিয়ার ঈদগাহে,
মেহেদী হবেন ইমাম সেথায় রাহ্ দেখাবেন গুমরাহে।
আমি যেন সেই জামাতে
সামিল হতে পারি প্রাতে
ডাকে আমায় শহীদ হতে সেথায় যতো নওজোয়ান॥
- ভাবানুসন্ধান: জ্ঞানহীন অন্ধকার মনের অন্ধকার ঘুঁচিয়ে কবি
মুয়াজ্জিনের কাছে মনের মিনারে আজান দেওয়ার অনুরোধ করেছেন এই গানে। যাতে কবির
তাঁর আলস্য বা অবহেলার ঘুম ভেঙে জেগে উঠতে পারেন। যাতে তাঁর মনের অন্ধকার
রাত্রির অবসান হয়।
কবির একান্ত প্রার্থনা, আল্লাহর নামে যে তকবীরের আওয়াজে ধর্মহীনের পাষাণ চিরে
ঝর্না বয়, তাঁরও পাষাণ হৃদয়ে যেন তেমনি ধরমের পথে জেগে উঠুক।
কবির প্রত্যাশ্যা দুনিয়ার ঈদগাহের জামাতের সারিগুলো যেন ভরে উঠবে। কবির কামনা
সেই জামাতে ইমামতি করবেন ইমাম মেহেদি। তিনি পথভ্রষ্টকে পথ দেখাবেন। কবির
একান্ত কামনা তিনি যেন ভোরের নামাজের জামাতের অন্তর্ভুক্ত হতে পারেন। সেখানকার
নওজোয়ানরা যেন ধর্মযুদ্ধে অংশভাগী হওয়ার জন্য তাঁকে ডাকেন।
এই গানে ব্যবহৃত ইসলামিক পারিভাষিক শব্দ
আজান: মসজিদে নামাজের জন্য ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সুরেলা বিধিবদ্ধভাবে
উচ্চস্বরে আহ্বান। এছাড়া পুত্রসন্তান জন্মের পর আজান দেওয়ার রীতি আছে।
ঈদগাহ: যেখানে ঈদের নামাজ আদায় করা হয়।
গাফেলতি: আলস্য বা অবহেলায় কর্ম থেকে বিরত থাকা।
গুমরাহ: ধর্ম থেকে বিচ্যুত ব্যক্তি বা বিপদগামী ব্যক্তি, পথভ্রষ্ট,
পথভ্রান্ত।
জামাত: সম্মেলন, দল, গোত্র, গোষ্ঠী,
সমাবেশ ইত্যাদি। ইসলামিক
পরিভাষায় মুসলিমদের সম্মিলিত অবস্থাকে জামাত বলে।
তকবির: ধ্বনি, আওয়াজ
মিনার: মসজিদের যে সুউচ্চ স্থান থেকে মুয়াজ্জিন আজান দেন।
মুয়াজ্জিন: যিনি নামাজের জন্য মসজিদে আজান দেন।
রাহ: রাস্তা, পথ
শহীদ (শহিদ): ধর্ম বা আদর্শের লড়াইয়ে যিনি মৃত্যুবরণ করেন।
সামিল: অন্তর্ভুক্ত
- রচনাকাল :
গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়- শ্রাবণ ১৩৪৭) মাসে
মেগাফোন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর
১ মাস।
- রেকর্ড:
মেগাফোন।
জুলাই ১৯৪০ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৭) জেএনজি ৫৪৮৭। শিল্পী:
ফুল মোহাম্মদ
- গ্রন্থ:
নজরুল-সঙ্গীত সংগ্রহ [কবি নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
৭২২। পৃষ্ঠা: ২২০।
- স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী।
নজরুল সঙ্গীত স্বরলিপি (বিংশ খণ্ড)। [কবি নজরুল
ইন্সটিটিউট] প্রথম গান [নমুনা]
- পর্যায়:
-
বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। ইসলামি গান। মুয়াজ্জিন। অনুরোধ
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: পর্সা