বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কালা এত ভাল কি হে কদম্ব গাছের তলা
তাল: দ্রুত-দাদ্রা
কালা এত ভাল কি হে কদম্ব গাছের তলা।
আমি দেখ্ছি কত দেখ্ব কত তোমার ছলাকলা;
আমি নিতুই নিতুই সইব কত, (কালা) তিন সতিনের জ্বালা॥
আমি জল নিতে যাই যমুনাতে তুমি বাজাও বাঁশি হে,
মনের ভুলে কলস ফেলে তোমার
কাছে আসি হে,
শ্যাম দিন-দুপুরে গোকুলপুরে (আমার) দায় হল পথ চলা॥
আমার চারদিকেতে ননদ-সতীন দু’কূল রাখা ভার,
আমি সইব কত আর বাঁকা শ্যাম।
ওরা বুঝছে সবই নিত্যি-নতুন, (নিতি) মিথ্যে কথা বলা॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার
২৭ আশ্বিন ১৩৩৯) প্রকাশিত 'বনগীতি' গ্রন্থে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- বনগীতি
- প্রথম সংস্করণ [১৩ অক্টোবর ১৩৩২ (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯)]। ঝুমুর-খেমটা। পৃষ্ঠা:
৬৫
- নজরুল-রচনাবলী। জন্মশতবর্ষ সংস্করণ, পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮/মে ২০১১।
বনগীতি। গান ৪৪। ঝুমুর-খেমটা। পৃষ্ঠা ২০৪-২০৫।
- রেকর্ড:
এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৩৩ (মাঘ-ফাল্গুন)। এন
৭০৭৬। শিল্পী: আশ্চর্যময়ী]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
ইদ্রিস আলী [নজরুল
সঙ্গীত স্বরলিপি, দ্বাবিংশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা ভাদ্র, ১৪০৭/
সেপ্টেম্বর, ২০০০ খ্রিষ্টাব্দ] ১১ সংখ্যক গান।
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম,বৈষ্ণব)
- সুরাঙ্গ: ঝুমুর
- তাল: দ্রুত
দাদরা
- গ্রহস্বর: সা