বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মুক্তি আমায় দিলে হে নাথ মোর যে প্রিয় তারে নিয়ে
                    তাল: দাদ্‌রা        
মুক্তি আমায় দিলে হে নাথ মোর যে প্রিয় তারে নিয়ে।
        আমি কিছু রাখতে নারি দেখ্‌লে বারে বারে দিয়ে॥
                    যত্ন আদর পায়নি হেথা
                    স’য়ে গেল শত ব্যথা।
        তোমার দান সইলো না মোর গেল বুঝি তাই হারিয়ে॥
        তোমার প্রিয় এসেছিল অতীত হয়ে আমার দ্বারে,
        ফিরে গেল অভিমানে বুঝি আমার অনাদরে।
                    যে ছিল নাথ মোর প্রাণাধিক
                    সে যে তোমার বুকের মানিক
(প্রভু)   এবার সে আর হারাবে না বাঁচ্‌ল তোমার কাছে গিয়ে॥