বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: যেয়ো না যেয়ো না মদিনা-দুলাল হয়নি যাবার বেলা 
	
		
                 
	বৈতালিক
যেয়ো না যেয়ো না মদিনা-দুলাল হয়নি যাবার বেলা।
সংসার-পাথারে, আজো দোলে পাপের ভেলা॥
        মেটেনি তোমায় দেখার পিয়াসা
        মেটেনি কদম জিয়ারত আশা
হযরত, এই জমেছে প্রথম দীন-ই-ইসলাম মেলা॥
ছড়ায়ে পড়েনি তোমার কালাম আজিও সকল দেশে,
ফিরিয়া আসেনি সিপাহীরা তব আজও বিজয়ীর বেশে।
        দিনের বাদশা চাও ফিরে চাও
        শোক-দুর্দিনে বেদনা ভোলাও
গুনাহ্গার এই উম্মতে তব হানিও না অবহেলা॥
		
	
	- পাঠভেদ: রেকর্ড লেবেলে বানান আছে- 'যেও না যেও না মদিনা দুলাল-ইসলামী
 
- রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে 
		কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের মে
		(বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৪) মাসে, 
	টুইন রেকর্ড কোম্পানি
	এই গানের একটি রেকর্ড প্রকাশ করেছিল। নজরুলের বয়স ৩৭ বৎসর ১১ 
		মাস অন্তে শেষ কয়েক দিনের গান। 
 
 
- গ্রন্থ:
	জুলফিকার। 
	 
	- প্রথম সংস্করণ। 
	অক্টোবর ১৯৩২। আশ্বিন ১৩৩৯। 
 
		- নজরুল রচনাবলী সপ্তম খণ্ড [কার্তিক ১৪১৯, নভেম্বর ২০১২।
			জুলফিকার দ্বিতীয় খণ্ড।  ৭। পৃষ্ঠা ৯৪] 
 
- 
	 রেকর্ড: টুইন [মে ১৯৩৭ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৩)। এফটি ৪৮৮৪। শিল্পী: 
			আব্দুল লতিফ এন্ড পার্টি। সুর সুবল দাশগুপ্ত] রেকর্ড: টুইন [মে ১৯৩৭ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৩)। এফটি ৪৮৮৪। শিল্পী: 
			আব্দুল লতিফ এন্ড পার্টি। সুর সুবল দাশগুপ্ত]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
	সুধীন দাশ 
	[নজরুল 
	সঙ্গীত স্বরলিপি, আটাশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা।  আষাঢ়, ১৪১৩/জুলাই 
	২০০৬] ২৩ সংখ্যক গান। [নমুনা]
- পর্যায়: 
	
		- বিষয়াঙ্গ: ভক্তি [ইসলামী গান]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট