বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: স্বপনে দেখেছি ভারত-জননী
রাগ: পাহাড়ি, তাল: একতাল
স্বপনে দেখেছি ভারত-জননী
তুই যেন রাজরাজেশ্বরী।
নবীন ভারত! নবীন ভারত!
স্তব-গান ওঠে ভুবন ভরি’॥
শস্যে ফসলে ডেকেছে মা বান
মাঠে ও খামারে ধরে নাকো ধান
মুখভরা হাসি, হাসিভরা প্রাণ
নদী ভরা যেন পণ্যতরী॥
পড়ুয়ারা পড়ে বকুল-ছায়ে
সুস্থ সবল আদুল গায়ে
মেয়েরা ফিরিছে মুক্ত বায়ে
কল-গীতে দিক মুখর করি’।
ভুলিয়া ঈর্ষা ভোগ আসক্তি
ধরার ক্লান্ত অসুর-শক্তি
এসেছে শিখিতে প্রেম ও ভক্তি
নব-ভারতের চরণ ধরি’॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। '
গুলবাগিচা'
গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩] গানটি
প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস
- গ্রন্থ:
-
গুলবাগিচা
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। পাহাড়ী-একতালা। পৃষ্ঠা:
৮০-৮১]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা।
জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৭০। পাহাড়ী-একতালা। পৃষ্ঠা ২৬৭]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
৯৫৫।রাগ: পাহাড়ি, তাল: একতাল। পৃষ্ঠা:
২৯৩।]
- রেকর্ড: এইচএমভি [জুলাই ১৯৩৩ (আষাঢ়-শ্রাবণ ১৩৪০ বঙ্গাব্দ)]। এফটি
৭১২৩। শিল্পী:
কে. মল্লিক।
-
স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান
মুর্শেদ
[নজরুল সঙ্গীত স্বরলিপি,
পঁয়তাল্লিশতম খণ্ড, কবি নজরুল ইসলাম
ইনস্টিটিউট। জুন ২০১৮] গান সংখ্যা ২৩। পৃষ্ঠা: ৮৩- ৮৫
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: স্বদেশ
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী
- গ্রহস্বর: সর