বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: সো’জা সো’জা সো’জা জগ নরনারী
নাটিকা: ‘জন্মাষ্টমী’, তাল: ত্রিতাল
সো’জা সো’জা সো’জা জগ নরনারী
বাদল গ্যর্যজো বিজলি চ্যম্যকে
র্যজ্যনী হো রহ্ আঁধিয়ারী॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪৫)
মাসে, এইচএমভি থেকে নজরুলের রচিত জন্মাষ্টমী নামক হিন্দি নাটিকা প্রকাশিত হয়েছিল।
এই গানটি এই নাটকে ছিল।
এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ২ মাস।
- রেকর্ড: এইচএমভি। রেকর্ড নাটিক (হিন্দি)। জন্মাষ্টমী [আগষ্ট ১৯৩৮
(শ্রাবণ-ভাদ্র
১৩৪৫)। এন ১২৪৩৫। মায়ার গান]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি [বর্ষা], হিন্দি গান, নাট্যগীতি
- সুরাঙ্গ:
খেয়ালাঙ্গ
- রাগ: মিশ্র
মেঘ মল্লার
- তাল:
ত্রিতাল
- গ্রহস্বর: ণ