রাগ: শাওন্ত কল্যাণ, তাল: ত্রিতাল বিষাদিনী এসো শাওন সন্ধ্যায় কাঁদিব দুজনে।দীপালির উৎসবে আঁধারের ঠাঁই নাহি কাহারো হাসি যদি নিভে যায়।তোমারি মতো তাই ম্লান-মুখ চিরদিন লুকায়ে রাখি অবগুণ্ঠনে॥
মূল গান রাগ: সুভরী গৌরী বা কাপরী গৌরী। তাল: ত্রিতাল (মধ্যলয়) আগ্রা ঘরানা লাগোহী আবে পিহু মোরা বর জো না মানে॥ হামারে সঙ্গ কি দূর নিকস গই অব মোহে দেখ রিঝাবে॥