গ্রন্থপরিচয়
বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত
'রবীন্দ্ররচনাবলী
দ্বাবিংশ খণ্ডে
৫০৬ পৃষ্ঠায় মুদ্রিত পাঠানুসারে নিচের পাঠটি তুলে ধরা হলো।
'নবীন'
১৩৩৭ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রচিত হয়।
ঐ
সালের
চৈত্র মাসে কলিকাতায় নিউ এম্পায়ার থিয়েটারে মঞ্চস্থ হইবার উপলক্ষে ঐ নামের
গীতিনাটিকাটি পুস্তকাকারে প্রথম প্রকাশিত হয়।
পরে 'বনবাণী' গ্রন্থে (আশ্বিন
১৩৩৮)
পরিবর্তিত আকারে 'নবীন' পুনরায় প্রকাশিত হয়। প্রধানত, অন্যত্র-ব্যবহৃত পুরাতন
গানগুলি ও তৎপ্রাসঙ্গিক কথাবস্তু এই সংস্করণে বর্জিত হয়। বর্তমান খণ্ডে 'বনবাণী'র
অন্তর্গত সেই শেষ পাঠই মুদ্রিত হইল। পুস্তকাকারে প্রকাশিত প্রথম পাঠও পরিশিষ্টে
মুদ্রিত রহিল। |