নবীন
গীতিনাটিকা
 

গ্রন্থপরিচয়
প্রথম পর্বদ্বিতীয় পর্ব

পরিশিষ্ট
প্রথম পর্বদ্বিতীয় পর্ব

 

গ্রন্থপরিচয়


বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত
'রবীন্দ্ররচনাবলী দ্বাবিংশ খণ্ডে
৫০৬ পৃষ্ঠায় মুদ্রিত পাঠানুসারে নিচের পাঠটি তুলে ধরা হলো।

'নবীন'
১৩৩৭ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রচিত হয় ঐ সালের চৈত্র মাসে কলিকাতায় নিউ এম্পায়ার থিয়েটারে মঞ্চস্থ হইবার উপলক্ষে ঐ নামের গীতিনাটিকাটি পুস্তকাকারে প্রথম প্রকাশিত হয়। পরে 'বনবাণী' গ্রন্থে (আশ্বিন ১৩৩৮) পরিবর্তিত আকারে 'নবীন' পুনরায় প্রকাশিত হয়। প্রধানত, অন্যত্র-ব্যবহৃত পুরাতন গানগুলি ও তৎপ্রাসঙ্গিক কথাবস্তু এই সংস্করণে বর্জিত হয়। বর্তমান খণ্ডে 'বনবাণী'র অন্তর্গত সেই শেষ পাঠই মুদ্রিত হইল। পুস্তকাকারে প্রকাশিত প্রথম পাঠও পরিশিষ্টে মুদ্রিত রহিল।