কানাড়া রাগে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা।
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে একটি রাগের একটি বিশেষ রূপ। একে সাধারণত অঙ্গ বলা হয়। কৃষ্ণধন বন্দোপাধ্যায় তাঁর গীতসূত্রসার গ্রন্থে– অষ্টাদশ কানাড়ার নামোল্লেখ করেছেন। এই ১৮ প্রকার কানাড়ার মধ্যে দরবারী এবং আড়ানা রাগের ঠাট আশাবরী। বাকি ১৬ প্রকার কানাড়া অঙ্গের রাগ কাফি ঠাটের অন্তর্গত। বর্তমানে আরও কিছু রাগকে অঙ্গের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে।
কানাড়া অঙ্গের রাগের বর্ণনানুক্রমিক তালিকা
আড়ানা,
আভোগী কানাড়া,
কাফি-কানাড়া,
কৌশিকী কানাড়া,
গুঞ্জীকানাড়া, জয়জয়ন্তী কানাড়া,
দরবারী-কানাড়া,
দুর্গা
কানাড়া,
নায়েকী কানাড়া,
রায়সা কানাড়া,
শুদ্ধ
কানাড়া, শ্যাম কানাড়া, সুমরাই
কানাড়া, সুহা কানাড়া,
হুসেনী কানাড়া
।
রবীন্দ্রসঙ্গীতে রাগ কানাড়া বলতে
শুদ্ধ
কানাড়া-কে
বুঝানো হয়েছে। নিচে এই রাগে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা দেওয়া হলো।