২০ বৎসর অতিক্রান্ত বয়স
২৫ বৈশাখ ১২৮৮ বঙ্গাব্দ থেকে ২৪
বৈশাখ ১২৮৯ বঙ্গাব্দ পর্যন্ত (৭ মে ১৮৮১- ৬ মে ১৮৮২ খ্রিষ্টাব্দ)
ভারতী পত্রিকার 'শ্রাবণ
১২৮৭' সংখ্যায় রবীন্দ্রনাথের ১টি গান প্রকাশিত হয়েছিল। এই গানটির রচনাকাল সম্পর্কে
কিছু জানা যায় নাই।
ভারতী পত্রিকায় প্রকাশের সময়
(শ্রাবণ ১২৮৮) রবীন্দ্রনাথের বয়স ছিল - ২০ বৎসর ৩ মাস। গানটি হলো-
মরণ রে, তুঁহু মম শ্যামসমান [প্রেম-১৮১]
[তথ্য]
১২৮৮
বঙ্গাব্দের ১৫ শ্রাবণ তারিখে ব্রাহ্মসমাজ-মন্দিরে রাজনারায়ণ বসুর চতুর্থ কন্যা
লীলাবতী দেবীর সাথে কৃষ্ণকুমার মিত্রের বিবাহ হয়। এই বিবাহ উপলক্ষে রবীন্দ্রনাথ
দুটি গান রচনা করেন। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ রাজনারায়ণ বসুর জ্যেষ্ঠ পুত্র
যোগীন্দ্রনাথ বসুকে এই দুটি গানসহ একটি চিঠি লেখন।
'যোগেনবাবু,/ দুটি বিবাহের গান রচনা করিয়া পাঠাই।/পছন্দ হইলে
গ্রহণ করিবেন।/আপনার/শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর'।'
প্রেরিত গান
দুটি ছিল-
দুই হৃদয়ের নদী
[আনুষ্ঠানিক-৬]
[তথ্য]
মহা গুরু, দুটি ছাত্র এসেছে তোমার। এই গানটির পরিবর্তিত রূপ হলো-
শুভদিনে
এসেছে দোঁহে [আনুষ্ঠানিক-৯]
[তথ্য]
[সূত্র : রবিজীবনী দ্বিতীয় খণ্ড (আনন্দ
পাবলিশার্স লিমিটেড, ১৩৯১ শ্রাবণ ২২। পৃষ্ঠা ১১৫)]
প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর
রবীন্দ্রসঙ্গীত কালানুক্রমিক সূচী গ্রন্থে
লীলাবতী দেবীর বিবাহ উপলক্ষে চারটি গানের
উল্লেখ করেছেন। বাকি দুটি গান হলো-
জগতের পুরোহিত তুমি
তুমি হে প্রেমের রবি
এই গান দুটি রবীন্দ্র অন্য একটি বিবাহ উপলক্ষে ২১ বৎসর বয়সে রচনা করেছিলেন।
দেখুন : কালানুক্রমিক সূচি :
২১- ৩০
বৎসর'
ভারতী পত্রিকার 'কার্তিক
১২৮৮' সংখ্যায় রবীন্দ্রনাথের ১টি গান প্রকাশিত হয়েছিল। এই গানটির রচনাকাল সম্পর্কে
কিছু জানা যায় নাই।
ভারতী পত্রিকায় প্রকাশের সময়
(কার্তিক ১২৮৮) রবীন্দ্রনাথের বয়স ছিল - ২০ বৎসর ৬ মাস। গানটির পরিবর্তিত পাঠ
প্রকাশিত হয় ১৩০০ বঙ্গাব্দে গানের বহি গ্রন্থে। এই পাঠটির দুটি ছত্র বৌঠাকুরানীর
হাট গ্রন্থে রয়েছে। এই পাঠটি হলো 'মলিন মুখে ফুটুক হাসি' । পরে এই গানটিকে
পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে।
ভারতী পত্রিকায় প্রকাশিত মূল গানটি হলো
বঁধুয়া, অসময়ে কেন হে প্রকাশ [নাট্যগীতি-৮৬]
[তথ্য]
ভারতী পত্রিকার 'অগ্রহায়ণ
১২৮৮' সংখ্যায় রবীন্দ্রনাথের ২টি গান প্রকাশিত হয়েছিল। এই গানটিগুলির রচনাকাল
সম্পর্কে কিছু জানা যায় নাই।
ভারতী পত্রিকায় প্রকাশের সময়
(অগ্রহায়ণ ১২৮৮) রবীন্দ্রনাথের বয়স ছিল - ২০ বৎসর ৭ মাস। গান ২টি হলো-
আজ তোমারে দেখতে এলেম [প্রেম-৩৬৫]
[তথ্য]
মলিন মুখে ফুটুক হাসি [নাট্যগীতি-৮৮]
[তথ্য]
ভারতী পত্রিকার 'পৌষ
১২৮৮' সংখ্যায় রবীন্দ্রনাথের ১টি গান প্রকাশিত হয়েছিল। এই গানটির রচনাকাল সম্পর্কে
কিছু জানা যায় নাই।
ভারতী পত্রিকায় প্রকাশের সময়
(পৌষ ১২৮৮) রবীন্দ্রনাথের বয়স ছিল - ২০ বৎসর ৮ মাস। গানটি হলো-
সারা বরষ দেখি নে মা [বিচিত্র-১৩৬]
[তথ্য]
ভারতী পত্রিকার 'মাঘ
১২৮৮' সংখ্যায় রবীন্দ্রনাথের ১টি গান প্রকাশিত হয়েছিল। এই গানটির রচনাকাল সম্পর্কে
কিছু জানা যায় নাই।
ভারতী পত্রিকায় প্রকাশের সময়
(মাঘ ১২৮৮) রবীন্দ্রনাথের বয়স ছিল - ২০ বৎসর ৯ মাস। গানটি হলো-
কবরীতে ফুল শুকালো [নাট্যগীতি-৮৭]
[তথ্য]
ভারতী পত্রিকার 'ফাল্গুন
১২৮৮' সংখ্যায় রবীন্দ্রনাথের ৩টি গান প্রকাশিত হয়েছিল। এই গানটির রচনাকাল সম্পর্কে
কিছু জানা যায় নাই।
ভারতী পত্রিকায় প্রকাশের সময়
(ফাল্গুন ১২৮৮) রবীন্দ্রনাথের বয়স ছিল - ২০ বৎসর ১০ মাস। গানটি হলো-
ওরে,
যেতে হবে,
যেতে হবে রে [বিচিত্র-১৩৪]
[তথ্য]
আমার যাবার সময় হল [বিচিত্র-১৩৩]
[তথ্য]
কেন গো মোরে যেন
[প্রেম
ও প্রকৃতি-৩] [তথ্য]